menu-iconlogo
huatong
huatong
avatar

Ekdin Matir Vitore Hobe Ghor

Baul Sukumarhuatong
pharhaanhuatong
Lirik
Rakaman
একদিন মাটির ভিতরে

হবে ঘর রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

একদিন মাটির ভিতরে

হবে ঘর রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

প্রান পাখি ওরে যাবে

পিঞ্জর ছেড়ে.....

ধরা ধামে সবি রবে

তুমি যাবে চলে

বন্ধু বান্ধব যত

মাতা পিতা তারা সুত

বন্ধু বান্ধব যত

মাতা পিতা তারা সুত

সকলি হবে তোমার পর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

দেহ তোমার চর্মচর

গলে পচে যাবে

শিরা উপ শিরা গুলি

ছিন্ন ভিন্ন হবে

মন্ডু মেরুদন্ড

সবি হবে খন্ড খন্ড

মন্ডু মেরুদন্ড

সবি হবে খন্ড খন্ড

পরে রবে মাটিরো উপর

রে মন আমার

কেন বান্ধদালান ঘর

রে মন আমার

কেন বান্ধদালান ঘর

রুপেরি গৌরবে

সাজিয়াছ সাজ

সোন দানা কত কি আর

রাজকী পোশাক

যেদিন প্রান চালে যাবে

সবি পরে রবে

প্রান চালে যাবে

সবি পরে রবে

গায়ে দিবে মার কিনুথন

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

একদিন মাটির ভিতরে

হবে ঘর রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

রে মন আমার

কেন বান্ধ দালান ঘর

Lebih Daripada Baul Sukumar

Lihat semualogo

Anda Mungkin Suka