menu-iconlogo
huatong
huatong
Lirik
Rakaman
ওপারের ভেসে আসা মৃদু আলো

পরে চোখে

নীল স্বপ্নীল দৃষ্টি ঘুচে যাওয়া

নিঝুম অরন্যে

আধাঁরের মাঝে ঘুমহীন অচেতন

রাত্রিযাপন

অপেক্ষায় মিশে যায় জীবনের

সব স্মৃতিচারণ

আমি ছিলাম তোমাদেরই মাঝে

হেসেছিলাম একসাথে

উড়েছিলাম স্বপ্নীল আকাশে

চাঁদের দেশে যেতে হারিয়ে

আমি ছিলাম তোমাদেরই মাঝে

হেসেছিলাম একসাথে

উড়েছিলাম স্বপ্নীল আকাশে

চাঁদের দেশে যেতে হারিয়ে

দিশেহারা আমার প্রতিক্ষা

ভেসে যাওয়ার ওপারে

মুক্তির অপেক্ষায়

আমার স্বত্বা প্রহর গোনে

আমি ছিলাম তোমাদেরই মাঝে

হেসেছিলাম একসাথে

উড়েছিলাম স্বপ্নীল আকাশে

চাঁদের দেশে যেতে হারিয়ে

আমি ছিলাম তোমাদেরই মাঝে

হেসেছিলাম একসাথে

উড়েছিলাম স্বপ্নীল আকাশে

চাঁদের দেশে যেতে হারিয়ে

Lebih Daripada Bay of Bengal

Lihat semualogo

Anda Mungkin Suka