menu-iconlogo
huatong
huatong
avatar

Laal Orna

bengali songhuatong
ohappymohuatong
Lirik
Rakaman

Masum Ahmed GGP

লাল ওরনা,

লাল ওরনা।

ধরে তোমি দিওনা গো টান।

লাল ওরনা

ধরে তোমি দিওনা গো টান।

বুকের ভিতর দুরু দুরু,

কাপে যে পরান।

বাকা চোখে চেওনা,

ও আমি মরি লজ্জাতে।

বাকা চোখে চেওনা,

ও আমি মরি লজ্জাতে।

লাল ওরনা,

লাল ওরনা

নিল আকাশে দেব ওড়িয়ে,

লাল ওরনা

নিল আকাশে দেব ওড়িয়ে।

কাছে এসে কেন আবার,

যাওগো পালেয়ে।

কি যে অপুর্ব রুপ।

পারি না দিষ্ট ফেরাতে।

বাকা ঠুটে চেওনা,,

ও আমি মরি লজ্জাতে।

Thank you

Lebih Daripada bengali song

Lihat semualogo

Anda Mungkin Suka