menu-iconlogo
huatong
huatong
avatar

Shornali Bhore Jodi Tumi

Biplobhuatong
shydurrahman-🎷🎷ABS🎸🎸huatong
Lirik
Rakaman
স্বর্নালী ভোরে যদি তুমি রও

বিরহ ব্যথা দূরে সরে রয়

তুমি হীনা জীবন বড় ব্যথাময়

নিরাশার বাঁকে প্রেম কেঁদে কয়

স্বর্নালী ভোরে যদি তুমি রও

বিরহ ব্যথা দূরে সরে রয়

Arranged By Shydur Rahman

চাঁদ জাগা রাতে আকাশের পানে

তাঁরাদল উদাস মেঘেদের গানে

চাঁদ জাগা রাতে আকাশের পানে

তাঁরাদল উদাস মেঘেদের গানে

এমন মধুর লগনে যদি তুমি রও

বিরহ ব্যথা দূরে সরে রয়

তুমি হীনা জীবন বড় ব্যথাময়

নিরাশার বাঁকে প্রেম কেঁদে কয়

Arranged By Shydur Rahman

জোনাক জ্বলা রাতে মহুয়ার গন্ধে

মন আমার মাতাল রাখালিয়া ছন্দে

জোনাক জ্বলা রাতে মহুয়ার গন্ধে

মন আমার মাতাল রাখালিয়া ছন্দে

এমন মধুর লগনে যদি তুমি রও

বিরহ ব্যথা দূরে সরে রয়

তুমি হীনা জীবন বড় ব্যথাময়

নিরাশার বাঁকে প্রেম কেঁদে কয়

স্বর্নালী ভোরে যদি তুমি রও

বিরহ ব্যথা দূরে সরে রয়

তুমি হীনা জীবন বড় ব্যথাময়

নিরাশার বাঁকে প্রেম কেঁদে কয়

Arranged By Shydur Rahman

Lebih Daripada Biplob

Lihat semualogo

Anda Mungkin Suka