menu-iconlogo
huatong
huatong
avatar

Blues & Rod

Blackhuatong
✔️ⱭℝȠⱭß🎙️🖤🐯huatong
Lirik
Rakaman
স্পর্শ নয় মৌনতা নয়

পাশাপাশি থাকা,

মাটির গভীরে মাটি

আর জলের গভীরে জল।

কাব্য নয় রাত জাগা নয়

পাশাপাশি থাকা।

রোদের ভেতর রোদ

ক্রোধের ভেতর ক্রোধ।

রোদের ভেতর রোদ

ক্রোধের ভেতর ক্রোধ।

এরকম ভালোবাসায় বিশ্বাসী নও তুমি

অথচ তোমাকে আজ দেখি এই আমি,

অজস্র ছায়ার পাশে দাঁড়িয়ে

কি যেন খুঁজছ ।

রোদের ভেতর রোদ,

ক্রোধের ভেতর ক্রোধ।

রোদের ভেতর রোদ

ক্রোধের ভেতর ক্রোধ।

রোদের ভেতর রোদ,

ক্রোধের ভেতর ক্রোধ।

রোদের ভেতর রোদ

ক্রোধের ভেতর ক্রোধ।

রোদের ভেতর রোদ,

ক্রোধের ভেতর ক্রোধ।

রোদের ভেতর রোদ

ক্রোধের ভেতর ক্রোধ।

Lebih Daripada Black

Lihat semualogo

Anda Mungkin Suka