menu-iconlogo
huatong
huatong
avatar

Chaya

Blue touchhuatong
gun1gunhuatong
Lirik
Rakaman
সংগত কারণে তোমায় আর আমি ভালোবাসতে পারিনি

তোমার প্রশ্নের প্রতি উত্তরে কিছু লিখতে পারিনি

সংগত কারণে তোমায় আর আমি ভালোবাসতে পারিনি

তোমার প্রশ্নের প্রতি উত্তরে কিছু লিখতে পারিনি

মেঘেরা যেমন কান্না ঝরায় বৃষ্টির বাহানায়

আমিও তেমন ঝরে পড়ি তোমাকে পাওয়ার আশায়

চাঁদ কিংবা তোমার আলো আমার বড্ড লাগে চোখে

মৃত্যুর কফিন আমার মুড়ে দিয়েছি তোমার আড়ালে

চাঁদ কিংবা তোমার আলো আমার বড্ড লাগে চোখে

মৃত্যুর কফিন আমার মুড়ে দিয়েছি তোমার আড়ালে

এই শহরের সব কবিতা পাখি হয়ে উড়ে গেছে

সব বিষাদ ভিড় করেছে আমার উপন্যাসে

তবুও আমি এই শহরে আজও খুজে যাই তোমায়

কান্না ভেজা এই দুচোখ আর দেখাবো না তোমায়

চাঁদ কিংবা তোমার আলো আমার বড্ড লাগে চোখে

মৃত্যুর কফিন আমার মুড়ে দিয়েছি তোমার আড়ালে

চাঁদ কিংবা তোমার আলো আমার বড্ড লাগে চোখে

মৃত্যুর কফিন আমার মুড়ে দিয়েছি তোমার আড়ালে

চাঁদ কিংবা তোমার আলো আমার বড্ড লাগে চোখে

মৃত্যুর কফিন আমার মুড়ে দিয়েছি তোমার

Lebih Daripada Blue touch

Lihat semualogo

Anda Mungkin Suka

Chaya oleh Blue touch - Lirik dan Liputan