menu-iconlogo
huatong
huatong
avatar

বাড়ির পাশে বেতের আড়া Barir pashe beter a

Bristyhuatong
leenkleenkhuatong
Lirik
Rakaman
প্রথম পার্ট ছেলে ২য় পার্ট মেয়ে

বাড়ির পাশে বেতের আড়া..হা

হাল জুইড়াছি বিয়েন বেলারে...

এত বেলা হয় ভাবিজান

পান্তা নাই মোর ক্ষেতেরে...

এত বেলা হয় ভাবিজান

পান্তা নাই মোর ক্ষেতেরে

বাড়ির পাশে বেতের আড়া...আ

হাল জুইড়াছে ছোট্ট দেওড়ারে...

এত বেলা হয় দেওড়া মোর

পান্তা খায়না আইসেরে...

এত বেলা হয় দেওড়া মোর

পান্তা খায়না আইসেরে

পান্তার বাটি হাতে লয়ে...

চলছে ভাবি ঐনা পন্থেরে...

চলিতে তার ধাপ উঠেনা

ঐনা মাঞ্জার বিষেরে...

চলিতে তার ধাপ উঠেনা

ঐনা মাঞ্জার বিষেরে

স্বামী আমার যেমন তেমন...

দেওড়া আমার মনের মতনরে...

দেওড়া মরলে হবো পাগল

হবো দেশান্তরীরে...

দেওড়া মরলে হবো পাগল

হবো দেশান্তরীরে

'

ক্ষ্যাত নষ্ট দুবলে ঘাসে...

নারী নষ্ট পুকুর ঘাটেরে...

পুরুষ নষ্ট হয় দেওড়া গো

ঐনা শহর বাজারে...

পুরুষ নষ্ট হয় দেওড়া গো

ঐনা শহর বাজারে...

জ্যৈষ্ঠ মাসে আম পড়ে...

টাপুর টুপুর শব্দ করেরে...

দেওড়া আমার আম টুকাইয়া

রাখে আমার ঘরেরে...

দেওড়া আমার আম টুকাইয়া

রাখে আমার ঘরেরে

আম টুকাই ভোর বিহেনে...

মনটা থাকে ভাবির ধ্যানেরে...

একলা ঘরে ভাবি আমার

রইছে কেমন করেরে...

একলা ঘরে ভাবি আমার

রইছে কেমন করেরে

দেওড়া আমার বাজারে যায়...

পন্থে বড় বাঘের ভয়ওরে...

দেওড়াকে মুই কিন্যা দিমু

ময়ূরপঙ্খী ঘোড়ারে...

দেওড়াকে মুই কিন্যা দিমু

ময়ূরপঙ্খী ঘোড়ারে

বাজার থাইক্যা আইস্যা দেখি...

ভাবি আমার ভানছে ঢেঁকিরে..

ভাবির জইন্য আনছি আমি

চান্দির একখান টিকলিরে....

ভাবির জইন‍্য আনছি আমি

চান্দির একখান টিকলিরে

বাড়ির পাশে বেতের আড়া...আ

হাল জুইড়াছে ছোট্ট দেওড়ারে

এত বেলা হয় ভাবিজান

পান্তা নাই মোর ক্ষেতেরে...

এত বেলা হয় দেওড়া মোর

পান্তা খায়না আইসেরে...

এত বেলা হয় ভাবিজান

পান্তা নাই মোর ক্ষেতেরে...

এত বেলা হয় দেওড়া মোর

পান্তা খায়না আইসেরে...

Lebih Daripada Bristy

Lihat semualogo

Anda Mungkin Suka

বাড়ির পাশে বেতের আড়া Barir pashe beter a oleh Bristy - Lirik dan Liputan