menu-iconlogo
huatong
huatong
chanchal-chowdhury-bokulphul-cover-image

Bokulphul

Chanchal Chowdhuryhuatong
pspe996409huatong
Lirik
Rakaman
বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফোটে লো

রাইতে শালুক ফোটে...

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফোটে লো

রাইতে শালুক ফোটে...

যার সনে যার ভালোবাসা

যার সনে যার ভালোবাসা

সেইতো মজা লুটে লো

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি

আমার জামাই ধান বায়

হরিণ ডাঙার মাঠে লো

হরিণ ডাঙ্গার মাঠে...

আমার জামাই ধান বায়

হরিণ ডাঙার মাঠে লো

হরিণ ডাঙ্গার মাঠে...

সোনা দেহে ঘাম ঝরে

সোনা দেহে ঘাম ঝরে

দেইখা পরাণ ফাটে লো

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি

শাওন ভাদর মাসে

জামাই আদর করে লো

জামাই আদর করে...

শাওন ভাদর মাসে

জামাই আদর করে লো

জামাই আদর করে...

ইচ্ছে জামাই করবো আদর

ইচ্ছে জামাই করবো আদর

দানাতো নাই ঘরে লো

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফোটে লো

রাইতে শালুক ফোটে...

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফোটে লো

রাইতে শালুক ফোটে...

যার সনে যার ভালোবাসা

যার সনে যার ভালোবাসা

যার সনে যার ভালোবাসা

সেইতো মজা লুটে লো

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি

Lebih Daripada Chanchal Chowdhury

Lihat semualogo

Anda Mungkin Suka