menu-iconlogo
huatong
huatong
avatar

Emon manus pelam na re by Chanchal

Chanchalhuatong
🏖Chαnchαl💕চঞ্চল💢APN💢huatong
Lirik
Rakaman
Bengali Folk song by Gostha gopal Das

Uploaded by Chanchal from Alapon family

এমন মানুষ পেলাম না রে

এমন মানুষ পেলাম না রে

যে আমায় ব্যথা দিলোনা

আমায় ব্যথা দিলোনা

নয়ন জলে বুক ভাসালাম

নয়ন জলে বুক ভাসালাম

কেউ মুছে দিলোনা

হায়রে মুছে দিলোনা

Uploaded by Chanchal from Alapon family

ও.. মুখ দেখিয়া মনের ভাষা

কেউ তো বোঝে না রে

মাগো তুমি আছো কোথায়

আর কি পাবো ফিরে

ও.. মুখ দেখিয়া মনের ভাষা

কেউ তো বোঝে না রে

মাগো তুমি আছো কোথায়

আর কি পাবো ফিরে

তোমার গর্ভে জনম নিয়া

ও মা তোমার গর্ভে জনম নিয়া

তোমায় চিনলাম না

মাগো তোমায় চিনলাম না

এমন মানুষ পেলাম না রে

এমন মানুষ পেলাম না রে

যে আমায় ব্যথা দিলোনা

আমায় ব্যথা দিলোনা

Uploaded by Chanchal from Alapon family

ও.. গানের সুরে বনের পাখি

ওড়েনা আকাশে

কি যেন কি বলে বাতাস

আমায় আভাসে

ও.. গানের সুরে বনের পাখি

ওড়েনা আকাশে

কি যেন কি বলে বাতাস

আমায় আভাসে

বনলতা বোঝে যাহা

হায়রে বনলতা বোঝে যাহা

মানুষ বোঝেনা

হায়রে মানুষ বোঝেনা

এমন মানুষ পেলাম না রে,

এমন মানুষ পেলাম না রে,

যে আমায় ব্যথা দিলোনা

হায়রে ব্যথা দিলোনা

Thanks everyone

Lebih Daripada Chanchal

Lihat semualogo

Anda Mungkin Suka

Emon manus pelam na re by Chanchal oleh Chanchal - Lirik dan Liputan