menu-iconlogo
huatong
huatong
avatar

বন্ধু তুমি ভরা নদীর জোয়ার ভাটা না

DBDShuatong
100000937772huatong
Lirik
Rakaman
এক নজরেগানের কথাভিডিও

আম বাগানে ইটের ভাটা

হচ্ছে আমার মিছেই হাঁটা

আম বাগানে ইটের ভাটা

হচ্ছে আমার মিছেই হাঁটা

বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মতো না

দমকা হাওয়া আসে বন্ধু তুমি আসো না

বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মতো না

দমকা হাওয়া আসে বন্ধু তুমি আসো না

নদীর বুকে দালান-কোঠা

তোমার মুখে তালা আঁটা

নদীর বুকে দালান-কোঠা

তোমার মুখে তালা আঁটা

বন্ধু তুমি ভরা নদীর জোয়ার-ভাটা না

ক্ষণে ক্ষণে ঢেউ আসে তুমি আসো না

বন্ধু তুমি ভরা নদীর জোয়ার-ভাটা না

ক্ষণে ক্ষণে ঢেউ আসে তুমি আসো না

গানে গানে হচ্ছে কথা

তাবিজ-কবজ সবই বৃথা

গানে গানে হচ্ছে কথা

তাবিজ-কবজ সবই বৃথা

বন্ধু তুমি আমার হাতের দোতারা টা না

গানপোকা চেঁচায় তবু তুমি আসো না

বন্ধু তুমি আমার হাতের দোতারা টা না

গানপোকা চেঁচায় তবু তুমি আসো না

বন্ধু তুমি ভরা নদীর জোয়ার ভাটা না

ক্ষণে ক্ষণে ঢেউ আসে তুমি আসো না

বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মতো না

দমকা হাওয়া আসে বন্ধু তুমি আসো না

বন্ধু তুমি আসো না, বন্ধু তুমি আসো না

বন্ধু তুমি আসো না, বন্ধু তুমি আসো না

বন্ধু তুমি আসো না, বন্ধু তুমি আসো না

Lebih Daripada DBDS

Lihat semualogo

Anda Mungkin Suka