menu-iconlogo
huatong
huatong
avatar

Na Bola Kotha4

Eleyas Hossainhuatong
꧁☆𝐴+𝑅𝐴𝐾𝐼𝐵☆꧂huatong
Lirik
Rakaman
?কিছু কথা প্রজাপতি ?

? ইলিয়াস হুসাইন?

ছেলে-কতো কথা উড়ে যায়,

কতো কথা মুছে যায়,

কতো কথা মন ছুঁয়ে

হৃদয়ে হারায়,,,,

মেয়ে-কিছু কথা প্রজাপতি

কিছু হলো তারা....

কিছু কথা বোঝেনা,

শুধু তুমি ছাড়া,,

ছেলে-কিছু কথা ছুঁতে চায়,

কিছু থাকে না বলা,

মেয়ে-কিছু কথা ছুঁতে চায়,

কিছু থাকে না বলা...

ছেলে-চোখ জুড়ে কতো কথা

বলে যায় তোমায়,

বুঝে তুমি চুপ থাকো,

কি যে নিরবতায়....

মেয়ে-চোখ জুড়ে কতো কথা

বলে যায় তোমায়....

বুঝে তুমি চুপ থাকো

কি যে নিরবতায়...

ছেলে-কিছু কথা ছুঁতে চায়

কিছু থাকে না বলা..

মেয়ে-কিছু কথা ছুঁতে চায়

কিছু থাকে না বলা..

ছেলে-বলে দেবো যতো কথা,

মন খুলে তোমায়....

রয়ে যাবে কিছু কথা,

তবু না বলাই,,,

মেয়ে-বলে দেবো যতো কথা

মন খুলে তোমায়

রয়ে যাবে কিছু কথা,,

তবু না বলাই....

ছেলে-কিছু কথা ছুঁতে চায়

কিছু থাকে না বলা

মেয়ে+ছেলে-কিছু কথা ছুঁতে চায়

কিছু থাকে না বলা

(ধন্যবাদ সবাইকে)

Lebih Daripada Eleyas Hossain

Lihat semualogo

Anda Mungkin Suka