menu-iconlogo
huatong
huatong
avatar

তুই যদি প্রেম ভুলতে পারিস

Emon Khanhuatong
rousseaujuliennehuatong
Lirik
Rakaman
তুই যদি প্রেম ভুলতে পারিস

কেন পারিনা আমি

তোর কাছে প্রেম সস্তা হলে

আমার কেনো দামী

হো..তুই যদি প্রেম ভুলতে পারিস

কেন পারিনা আমি

তোর কাছে প্রেম সস্তা হলে

আমার কেনো দামী

অন্তরে তোর নাইরে মায়া

ভুলে গেছিস কে তোর ছায়া

কোন ধাতুতে বানাইছেরে তোরে অন্তর জামি..

কোন ধাতুতে বানাইছেরে তোরে অন্তর জামি

আসুন সবাই মিলে মিসে গান করি

স্মুলের পরিবেশ সুন্দর রাখি

জলের মতো পাত্রের আঁকার

ধরতে জানিস খুব

হৃদয় ভেঙ্গে কেমন করে

থাকতে পারিস চুপ

ও..জলের মতো পাত্রের আঁকার

ধরতে জানিস খুব

হৃদয় ভেঙ্গে কেমন করে

থাকতে পারিস চুপ

মন নিয়ে তুই খেলা খেলে

সাজলি স্বার্থ কামি

কোন ধাতুতে বানাইছেরে

তোরে অন্তর জামি..

কোন ধাতুতে বানাইছেরে

তোরে অন্তর জামি

আসুন সবাই মিলে মিসে গান করি

স্মুলের পরিবেশ সুন্দর রাখি

ভেতরে আর বাহিরে তোর ভিন্ন ভিন্ন রূপ

ছদ্ম বেশে ভালোর মাঝে দিতে জানিস ডুব

ও..ভেতরে আর বাহিরে তোর ভিন্ন ভিন্ন রূপ

ছদ্ম বেশে ভালোর মাঝে দিতে জানিস ডুব

একটা জীবন ধংশ করে

হসনে অনুগামী

কোন ধাতুতে বানাইছেরে

তোরে অন্তর জামি..

কোন ধাতুতে বানাইছেরে

তোরে অন্তর জামি

তুই যদি প্রেম ভুলতে পারিস

কেন পারিনা আমি

তোর কাছে প্রেম সস্তা হলে

আমার কেনো দামী

অন্তরে তোর নাইরে মায়া

ভুলে গেছিস কে তোর ছায়া

কোন ধাতুতে বানাইছেরে

তোরে অন্তর জামি..

কোন ধাতুতে বানাইছেরে

তোরে অন্তর জামি

Lebih Daripada Emon Khan

Lihat semualogo

Anda Mungkin Suka