ভাবতে আমার অবাক লাগে তুই যে এমন হইবি
ভালো বেসে আমারে তুই এমনি রে কান্দাইবি
ভাবতে আমার অবাক লাগে তুই যে এমন হইবি
ভালো বেসে আমারে তুই এমনি রে কান্দাইবি
কোন সুখে যে ছইলা গেলি তুই আমারে বল
কোন সুখে যে ছইলা গেলি তুই আমারে বল
রুপা রে..তোর কারণে দুই চোখেতে জল
রুপা রে..তোর কারণে দুই চোখেতে জল
ভাবতে আমার অবাক লাগে তুই যে এমন হইবি
ভালো বেসে আমারে তুই এমনি রে কান্দাইবি
কোন সুখে যে ছইলা গেলি তুই আমারে বল
কোন সুখে যে ছইলা গেলি তুই আমারে বল
রুপা রে..তোর কারণে দুই চোখেতে জল
রুপা রে..তোর কারণে দুই চোখেতে জল
তুই পাশান পাথরের তইরি মনের মরমো বুজবি কি
তোরি জ্যন্নো এ জগতে কতই কেঁদেছি
আমি কতই কেঁদেছি
তুই পাশান পাথরের তইরি মনের মরমো বুজবি কি
তোরি জ্যন্নো এ জগতে কতই কেঁদেছি
আমি কতই কেঁদেছি
ও তুই মন দিবি বলে মন ভুলাইয়া..
মন দিবি বলে মন ভুলাইয়া কোরলি প্রেমের চল
রুপি রে..তোর কারণে দুই চোখেতে জল
রুপা রে..তোর কারণে দুই চোখেতে জল
ভাবতে আমার অবাক লাগে তুই যে এমন হইবি
ভালো বেসে আমারে তুই এমনি রে কান্দাইবি
কোন সুখে যে ছইলা গেলি তুই আমারে বল
কোন সুখে যে ছইলা গেলি তুই আমারে বল
রুপা রে..তোর কারণে দুই চোখেতে জল
রুপা রে..তোর কারণে দুই চোখেতে জল
অন্তরেরি আপন আমি ভেবে ছিলাম তোরে
প্রতি ধানে দুঃখ দিলি বল না কেমন করে
আমায় বল না কেমন করে
অন্তরেরি আপন আমি ভেবে ছিলাম তোরে
প্রতি ধানে দুঃখ দিলি বল না কেমন করে
আমায় বল না কেমন করে
এই কিরে তোর ভালো বাসা..
এই কিরে তোর ভালো বাসা এই কি প্রেমের পল
রুপা রে..তোর কারণে দুই চোখেতে জল
রুপা রে..তোর কারণে দুই চোখেতে জল
ভাবতে আমার অবাক লাগে তুই যে এমন হইবি
ভালো বেসে আমারে তুই এমনি রে কান্দাইবি
কোন সুখে যে ছইলা গেলি তুই আমারে বল
কোন সুখে যে ছইলা গেলি তুই আমারে বল
রুপা রে..তোর কারণে দুই চোখেতে জল
রুপা রে..তোর কারণে দুই চোখেতে জল
ধন্যবাদ