menu-iconlogo
huatong
huatong
encore-niye-jao-cover-image

Niye Jao

Encorehuatong
robinlynn60huatong
Lirik
Rakaman
ভেতরে জাগে না তোমাকে নিয়ে আর পিছুটান

অহংকারে অসম্মানে ক্ষয়েছো নিজের অবস্থান

তোমার সাথী হলে ক্ষতি কি না?

আলোর চেয়েও বেশি তোমার গতি কি?

তোমার সাথে হিসেব চুকে আজ

যা বুঝার আমি বুঝে গেছি

যা খুশি নিয়ে যাও, দূরে পালিয়ে যাও

তোমারই হাতে কি আমারই ধরণী?

যা খুশি নিয়ে যাও, দূরে পালিয়ে যাও

তোমারই হাতে কি আমারই ধরণী?

ভেবেছিলে

ভেবেছিলে

পেরিয়ে সকল সীমানা

শেকলে বেঁধে আমাকে

ভেবেছো আর হারাবে না

আসলে হেরেছো তুমি নিজে

একই পথে আগেও হেটেঁছি

এবার শুধুই যে একা তুমি

তোমার সাথে হিসেব চুকে আজ

যা বুঝার আমি বুঝে গেছি

যা খুশি নিয়ে যাও, দূরে পালিয়ে যাও

তোমারই হাতে কি আমারই ধরণী?

যা খুশি নিয়ে যাও, দূরে পালিয়ে যাও

তোমারই হাতে কি আমারই ধরণী?

যা খুশি নিয়ে যাও, দূরে পালিয়ে যাও

তোমারই হাতে কি আমারই ধরণী?

যা খুশি নিয়ে যাও, দূরে পালিয়ে যাও

তোমারই হাতে কি আমারই ধরণী?

ভেবেছিলে

ভেবেছিলে

Lebih Daripada Encore

Lihat semualogo

Anda Mungkin Suka