menu-iconlogo
huatong
huatong
Lirik
Rakaman
ঐ কুতকুতি মাইয়া

পেলেনে চইড়াছি

টেরেনে চইড়াছি

চইড়াছি কত গাড়িতে

পেলেনে চইড়াছি

আরে,টেরেনে চইড়াছি

চইড়াছি কত গাড়িতে

আজকে আমি হাওয়াতে উইড়া

আইছি রে তোর বাড়িতে

ঐ নাম কি রে তোর

কুত কুতি

ঐ কাম কি রে তোর

কুত কুতি....

আজকে প্রেমের কুতকুতি খেলমু

দেখবে সবাই চাইয়া

আয় কুতকুতি মাইয়া

আয় কুতকুতি মাইয়া

আয় কুতকুতি মাইয়া

আয় কুতকুতি মাইয়া

ওরে আমার লুঙ্গিয়ালা

লুঙ্গি টা তোর ভালো

পাঞ্জাবি টা বগলা সাদা

তুই যে ভারী কালো

ঐ হই হই ওরে আমার লুঙ্গিয়ালা

লুঙ্গি টা তোর ভালো

পাঞ্জাবি টা বগলা সাদা

তুই যে ভারী কালো

এত রস তোর এই অন্তরে

শেষ হবেনা খাইয়া

আয় কুতকুতি মাইয়া

আয় কুতকুতি মাইয়া

আয় কুতকুতি মাইয়া

আয় কুতকুতি মাইয়া

আধুলি সিকি নিমুনারে

নিমু ষোল আনা

কেমনে নিমু সেই তরিকা

আছে আমার জানা

আরে যা আধুলি সিকি নিমুনারে

নিমু ষোল আনা

কেমনে নিমু সেই তরিকা

আছে আমার জানা

আজকে মনে ফুরতি আইছে

তোরে কাছে পাইয়া

আয় কুতকুতি মাইয়া

আয় কুতকুতি মাইয়া

আয় কুতকুতি মাইয়া

আয় কুতকুতি মাইয়া

পেলেনে চইড়াছি

টেরেনে চইড়াছি

চইড়াছি কত গাড়িতে

পেলেনে চইড়াছি

টেরেনে চইড়াছি

চইড়াছি কত গাড়িতে

আজকে আমি হাওয়াতে উইড়া

আইছি রে তোর বাড়িতে

ঐ নাম কি রে তোর

কুত কুতি

ঐ কাম কি রে তোর

কুত কুতি

আজকে প্রেমের কুতকুত খেলমু

দেখবে সবাই চাইয়া

আয় কুতকুতি মাইয়া

আয় কুতকুতি মাইয়া

আয় কুতকুতি মাইয়া

আয় কুতকুতি মাইয়া

Anda Mungkin Suka