-----আপলোড বাই-----
----বাংলার সুর আড্ডা-----
-----[তুহিন]-------
==============
পাগলীরে আমার মত
কেউ কি আছে তোর?
তোরই দুঃখে এনে দেবে সুখেরই প্রহর
পাগলীরে আমার মত
কেউ কি আছে তোর?
তোরই দুঃখে এনে দেবে সুখেরই প্রহর
তোরই ব্যাথায় দুটি চোখে কে হবে রে জল
এলোমেলো হয়ে গেলে কে গোছাবে বল?
পাগলীরে তোর পাগলামীতে
মন ভেঙ্গে করিসনা দুই,
পাগলীরে এই না আমারে
ছেড়ে কোথায় যাবি তুই?
পাগলিরে আমার মতো
কেউ কি আছে তোর?
তোরই দুঃখে এনে দিবে সুখেরি প্রহর।
-----আপলোড বাই-----
-----বাংলার সুর আড্ডা---
------[তুহিন]--------
================
সারা বেলা চোখের পাতা
যতবারি পলক ফেলে,
তার চেয়েও অনেক বেশি
তোর কথা মনটা বলে।
সারা বেলা চোখের পাতা
যতবারি পলক ফেলে,
তার চেয়েও অনেক বেশি
তোর কথা মনটা বলে।
তোরই ব্যাথায় দুটি চোখে কে হবেরে জল
এলোমেলো হয়ে গেলে কে গোছাবে বল?
পাগলীরে তোর পাগলামীতে
মন ভেঙে করিসনা দুই,
পাগলী রে এই না আমারে
ছেড়ে কোথায় যাবি তুই?
------আপলোড বাই----
------বাংলার সুর আড্ডা---
------[তুহিন]--------
===============
ঝরে পড়া নষ্ট ফুলেও
সুন্দর মালা হয়ে যায় রে,
আমার কাছে পাগলি ছাড়া
অন্য কোন উপায় নাই রে।
ঝরে পড়া নষ্ট ফুলেও
সুন্দর মালা হয়ে যায় রে ওও
আমার কাছে পাগলি ছাড়া
অন্য কোন উপায় নাই রে।
তোরই ব্যাথায় দুটি চোখে কে হবে রে জল
এলোমেলো হয়ে গেলে কে গোছাবে বল?
পাগলী রে তোর পাগলামীতে
মন ভেঙ্গে করিসনা দুই,
পাগলী রে এই না আমারে
ছেড়ে কোথায় যাবি তুই?
পাগলি রে আমার মতো
কেউ কি আছে রে তোর?
তোরই দুঃখে এনে দিবে সুখেরই প্রহর।
---------ধন্যবাদ--------