menu-iconlogo
huatong
huatong
avatar

ogo tumi je amar koto priyo R music

Ferdous Wahidhuatong
$🔥BᴇᴀʀᴅMᴀɴ🔥$huatong
Lirik
Rakaman
Arrange By BᴇᴀʀᴅMᴀɴ

ওগো তুমি যে আমার কত প্রিয়

কেমন করে বোঝাই বল

ওগো তুমি যে আমার কত প্রিয়

কেমন করে বোঝাই বল

তুমি তো বোঝ না, জেনেও না জান না

ওগো তুমি যে আমার কত প্রিয়

কেমন করে বোঝাই বল

তুমি তো বোঝ না, জেনেও না জান না

Arrange By BᴇᴀʀᴅMᴀɴ

কেন মিছে দ্বিধা কর

লুকোচুরি কেন কর

দূরে দূরে কেন থাক

কাছে এসে চেয়ে দেখ

বন্ধু আমাকে চিনে নিতে পার কি না

তুমি তো বোঝ না, জেনেও না জান না

ওগো তুমি যে আমার কত প্রিয়

কেমন করে বোঝাই বল

তুমি তো বোঝ না, জেনেও না জান না

Arrange By BᴇᴀʀᴅMᴀɴ

তুমি ওগো তুমি মোরে

বেধেছ যে মায়া ডোরে

তুমি ছাড়া একা একা

সবই যেন লাগে ফাকা

বন্ধু আমাকে ফাকি দিয়ে চলে যেও না

তুমি তো বোঝ না, জেনেও না জান না।

ওগো তুমি যে আমার কত প্রিয়

কেমন করে বোঝাই বল

ওগো তুমি যে আমার কত প্রিয়

কেমন করে বোঝাই বল

তুমি তো বোঝ না জেনেও না জান না

ওগো তুমি যে আমার কত প্রিয়

কেমন করে বোঝাই বল

তুমি তো বোঝ না, জেনেও না জান না

Lebih Daripada Ferdous Wahid

Lihat semualogo

Anda Mungkin Suka