menu-iconlogo
huatong
huatong
avatar

Bhiru E Moner Koli

Firoza Begumhuatong
pafred1huatong
Lirik
Rakaman
ভীরু এ মনের কলি

ফোটালে না, কেন ফোটালে না

ভীরু এ মনের কলি

ফোটালে না, কেন ফোটালে না

ভীরু এ মনের কলি

জয় করে কেন নিলে না আমারে

কেন তুমি গেলে চলি

ভীরু এ মনের কলি

ভাঙ্গিয়া দিলে না কেন

কেন মোর ভয়

কেন ফিরে গেলে শুনি অনুনয়

ভাঙ্গিয়া দিলে না কেন

কেন মোর ভয়

কেন ফিরে গেলে শুনি অনুনয়

কেন সে বেদনা বুঝিতে পার না

কেন সে বেদনা বুঝিতে পার না

মুখে যাহা নাহি বলি

ভীরু এ মনের কলি

কেন চাহিলে না জল নদী তীরে এসে

অকরুণ অভিমানে চলে গেলে

চলে গেলে মরু-তৃষ্ণার দেশে

কেন চাহিলে না জল নদী তীরে এসে

অকরুণ অভিমানে চলে গেলে

চলে গেলে মরু-তৃষ্ণার দেশে

ঝোড়ো হাওয়া ঝরা পাতারে যেমন

তুলে নেয় তার বক্ষে আপন

ঝোড়ো হাওয়া ঝরা পাতারে যেমন

তুলে নেয় তার বক্ষে আপন

কাড়িয়া নিলে না

কেন কাড়িয়া নিলে না তেমনি করিয়া

মোর ফুল অঞ্জলি

ভীরু এ মনের কলি

ফোটালে না, কেন ফোটালে না

ভীরু এ মনের কলি

Lebih Daripada Firoza Begum

Lihat semualogo

Anda Mungkin Suka