menu-iconlogo
huatong
huatong
avatar

Ekla Ghor

Fossilshuatong
mjpivikhuatong
Lirik
Rakaman
এই একলা ঘর আমার দেশ

আমার একলা থাকার অভ্যেস

ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা

বোবা টেলিফোনের পাশে বসে

তবু গভীর রাতের অগভীর সিনেমায়

যদি প্রেম চায় নাটুকে বিদায়

আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার

দেখি চোখ ভিজে যায় কান্নায়

এই একলা ঘর আমার দেশ

আমার একলা থাকার অভ্যেস

ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা

বোবা টেলিফোনের পাশে বসে

তবু গভীর রাতের অগভীর সিনেমায়

যদি প্রেম চায় নাটুকে বিদায়

আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার

দেখি চোখ ভিজে যায় কান্নায়

না না কাঁদছি না

তোমায় ভাবছি না

মনে পড়ছে না তোমাকেই

তবু যাচ্ছি কি

ফিরে যাচ্ছি কি

সেই ফেলে আসা অতীতেই

সেই ক্ষতিতেই

বন্ধুদের ভিড়েও একলা একলা

আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার

পাল্টাচ্ছে না এই অবস্থাটা

যদিও পাল্টে যাওয়াই দরকার

তোমার বাড়ির পথে চলেছি আবার

দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়

জানালার কাঁচে তুমি দেখতে পাবে কি

নাকি ঝাপসা তা ঘোর বর্ষায়

বন্ধুদের ভিড়েও একলা একলা

আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার

পাল্টাচ্ছে না এই অবস্থাটা

যদিও পাল্টে যাওয়াই দরকার

তোমার বাড়ির পথে চলেছি আবার

দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়

জানালার কাঁচে তুমি দেখতে পাবে কি

নাকি ঝাপসা তা ঘোর বর্ষায়

না না যাচ্ছি না

কোথাও যাচ্ছি না

খুঁজে পাচ্ছি না সে পথটাকেই

তবু চাচ্ছি কি

ফিরে চাচ্ছি কি

সেই ভুলে যাওয়া তোমাকেই

সেই তোমাকেই

না না কাঁদছি না

তোমায় ভাবছি না

মনে পড়ছে না তোমাকেই

তবু যাচ্ছি কি

ফিরে যাচ্ছি কি

সেই ফেলে আসা অতীতেই

না না যাচ্ছি না

কোথাও যাচ্ছি না

খুঁজে পাচ্ছি না সে পথটাকেই

তবু চাচ্ছি কি

ফিরে চাচ্ছি কি

সেই ভুলে যাওয়া তোমাকেই

সেই তোমাকেই

তোমাকেই

তোমাকেই

Lebih Daripada Fossils

Lihat semualogo

Anda Mungkin Suka