menu-iconlogo
huatong
huatong
avatar

দিনের কথা দিনে ভালো

Foysalhuatong
꧁✯͜🦋FOYSAL✯͜͡💙꧂🄻🅂🅿️huatong
Lirik
Rakaman
? দিনের কথা,দিনে ভালো,রাইতের কথা,রাইতে,

দিনের কথা,দিনে ভাল,রাইতের কথা,রাইতে,

তার চেয়ে,ভালো লাগে,থাকতে তোমার পাশে

বন্ধু কি জানি...

বসিকরন,তাবিচ করছনি..

কি জানি...

বসিকরন তাবিচ করছনি,,

? দিনের কথা,দিনে ভাল,রাইতের কথা রাইতে,

তার চেয়ে ভালো লাগে,থাকতে তোমার পাশে

বন্ধু কি জানি,,,,,

বসিকরন তাবিচ করছনি,,,

ও..ওও.বসিকরন তাবিচ করছনি,,

?‍ পিরিতেরই অসুখ যদি,কারো মনে হয়,

তখন কি আর,বুঝে সে,সময় অসময়

?‍ পিরিতেরই অসুখ যদি,কারো মনে হয়,

তখন কি আর,বুঝে সে,সময় অসময়,

?তোমার কাছে,জানতে চাই,

এই বিমারি,কোন ডাংঙায়

তোমার কাছে জানতে চাই,

এই বিমারির কোন ডাংঙায়

তোমায় ছাড়া,কেইবা বুঝে,বুকের এই জলনী

বসিকরন তাবিচ করছনি,,,

ও..ওও.বসিকরন তাবিচ করছনি,,

? পাড়াপরসি সকলেরি,হইলাম চক্ষুশূল

লোকনিন্দার কাঁটা দিয়া,বাঁধলাম সাধের চুল

?পাড়াপরসি সকলেরি,হইলাম চক্ষুশূল

লোকনিন্দার কাঁটা দিয়া,বাঁধলাম সাধের চুল

তোমায় যখন দেখতে পাই,

সবকিছু ভুইলা যাই

?তোমায় যখন দেখতে পাই,

সবকিছু ভুইলা যাই

তুমি আমার,জীবন গাংগের,হইলা খুশির পানি,

বসিকরন তাবিচ করছনি,,,

ও...ওও,,বসিকরন তাবিচ করছনি,,

?দিনের কথা দিনে ভাল রাইতের কথা রাইতে,

তার চেয়ে ভালো লাগে থাকতে তোমার পাশে

বন্ধু কি জানি,,,,,

বসিকরন তাবিচ করছনি,,,

ও..ওও,বসিকরন তাবিচ করছনি,,

?ও..ওও.বসিকরন তাবিচ করছনি,,

Lebih Daripada Foysal

Lihat semualogo

Anda Mungkin Suka