গানঃ একদিন তুমি যাইবা মাটির তল।
গীতিকারঃ মাতাল ওহী
শিল্পীঃ গামছা পলাশ
আপলোড করেছেন
মাইনুল ইসলাম মামুন
স্টারমেকার বাউল সংগঠন
মিউজিক
অস্থায়ী চুলাতে হবে বরই পাতার গরম জল,,,
সেই জলে করানো হবে তো...মারে গো...সল।
একদিন তুমি যাইবা মাটির তল..
একদিন তুমি যাইবা মাটির তল
ও পাগল রে,,,
একদিন তুমি যাইবা মাটির তল।
একদিন তুমি যাইবা মাটির তল
ও পাগল রে,,,
একদিন তুমি যাইবা মাটির তল।
মিউজিক
ভাই বন্ধু আত্মীয় স্বজন
ছাড়িবা সকল
আজরাইল আসিয়া যেদিন করিবো কতল,,,
মিউজিক
ও মন ভাই বন্ধু আত্মীয় স্বজন,,,
ছাড়িবা সকল
আজরাইল আসিয়া যেদিন করিবো কতল,
আমল এলেম হইবে কেবল তোমারি সম্বল,,,
ও পাগল রে...
একদিন তুমি যাইবা মাটির তল।
একদিন তুমি যাইবা মাটির তল
ও পাগল রে,,,
একদিন তুমি যাইবা মাটির তল।
মিউজিক
কিসের ধন,সম্পদ আর কিসের রংমহল
দেহ থেকে প্রাণ গেলে সব আয়োজন বিফল,,,
মিউজিক
হায় হায় কিসের ধন,সম্পদ আর কিসের রংমহল
দেহ থেকে প্রাণ গেলে সব আয়োজন বিফল,
স্তব্ধ হলো এই কোলাহল নামবে শোকের ঢল,,,
ও পাগল রে...
একদিন তুমি যাইবা মাটির তল।
একদিন তুমি যাইবা মাটির তল
ও পাগল রে,,,
একদিন তুমি যাইবা মাটির তল।
মিউজিক
মাতাল ওহী বুঝলাই না'রে পরমের কৌশল,,,
বুঝলে তুমি হইয়া যাইতা দুই কূলে সফল,,,
মিউজিক
মাতাল ওহী বুঝলাই না'রে পরমের কৌশল,,,
বুঝলে তুমি হইয়া যাইতা দুই কূলে সফল,
না ভেবে শেষের ফলাফল গেলে রসাতল,,,
ও পাগল রে...
একদিন তুমি যাইবা মাটির তল।
একদিন তুমি যাইবা মাটির তল
ও পাগল রে,,,
একদিন তুমি যাইবা মাটির তল।
একটু অপেক্ষা করুন
অস্থায়ী চুলাতে হবে বরই পাতার গরম জল,,,
সেই জলে করানো হবে তো...মারে গো...সল।
একদিন তুমি যাইবা মাটির তল..
একদিন তুমি যাইবা মাটির তল
ও পাগল রে,,,
একদিন তুমি যাইবা মাটির তল।
একদিন তুমি যাইবা মাটির তল
ও পাগল রে,,,
একদিন তুমি যাইবা মাটির তল।
একদিন তুমি যাইবা মাটির তল।
সমাপ্তি
ধন্যবাদ সবাইকে।