menu-iconlogo
huatong
huatong
avatar

যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে,,

Gsm Roishuatong
🎀🎀niloy🎀mahmud🎀huatong
Lirik
Rakaman
যদি থাকে নসি...বে,...

আপনি আপনি আসিবে

যদি থাকে নসিবে

আপনি আপনি আসিবে

জোর করে মন হরন করোনা করে ছলানা

এই যে ভীষণ যন্ত্রণা,,,

যদি থাকে নসিবে

আপনি আপনি আসিবে

যদি থাকে নসিবে

আপনি আপনি আসিবে

জোর করে মন হরন করোনা করে ছলানা

এই যে ভীষণ যন্ত্রণা,

আপন মন হয় যদি মনের মত...ন

মনে মন করে আকর্ষণ

সেই মনে আর ঘুনে ধরে না রে মন ধরে না

সেই মনে আর ঘুনে ধরে না

ভাল লাগলে ভালবেসে

কাছে বসে মুচকি হাসে

তাড়ায়া দিলও সরে না রে মন সরেনা

এই যে ভীষণ যন্ত্রণা,

বেহায়া মনা,সামসুল হকে

আষাঢ় মাশাল জ্বেলে বুকে

অন্রে যন্রে করে সাধনা রে মন মিলেন

অন্রে যন্রে করে সাধনা

মন চুরা হালিমশান

নিদয়া নিঠুর পাষাণ

আঁখি জলে মন টলেনা রে তাঁর টলেনা

এই যে ভীষণ যন্ত্রণা,

যদি থাকে নসি..বে

আপনি আপনি আসিবে

জোর করে মন হরন করোনা করে ছলানা

এই যে ভীষণ যন্ত্রণা,

Lebih Daripada Gsm Rois

Lihat semualogo

Anda Mungkin Suka