শিরোনাম:-নদী।
শিল্পী:-গুরু জেমস।
⫸=====Rifat=====⫷
ভুলে যাও,আমাকে নদী
জলে ভাসা,পূজোর ফুল ভেবে
একা একা,ভেসে যাব আমি
ঢেউয়ের আঘাত বুকে নিয়ে
ও নদী ভুলে যাও পূজোর ফুল ভেবে
সুখ নিয়ে বয়ে যাও অন্য বুকে
ভুলে যাও,আমাকে নদী
জলে ভাসা,পূজোর ফুল ভেবে
একা একা,ভেসে যাব আমি
ঢেউয়ের,আঘাত,বুকে নিয়ে
This Track Arranged By
⫸L.R.B:-Rifat.⫷
আপোষের কারনে হয়তো
একটি পাতায় ভেসে থাকা যায়
একি সাথে,ভেসে থাকা
মানে এক হয়ে যাওয়া নয়
আপোষের কারনে হয়তো
একটি পাতায় ভেসে থাকা যায়
একি সাথে, ভেসে থাকা
মানে এক হয়ে যাওয়া নয়
ও নদী ভুলে যাও, পুজোর ফুল ভেবে
সুখ নিয়ে বয়ে যাও অন্য বুকে
ভুলে যাও,আমাকে নদী
জলে ভাসা,পুজোর ফুল ভেবে
একা একা ভেসে যাব আমি
ঢেউয়ের আঘাত বুকে নিয়ে
This Track Arranged By
⫸L.R.B:-Rifat.⫷
পাশা পাশি থাকার কারণে
হয়তো কিছু মায়া হয়ে যায়
ভালোবাসা,আর মায়া
কখনোই একি পাওয়া নয়
পাশা পাশি থাকার কারণে
হয়তো কিছু মায়া হয়ে যায়
ভালোবাসা,আর মায়া
কখনোই একি পাওয়া নয়
ও নদী ভুলে যাও, পুজোর ফুল ভেবে
সুখ নিয়ে বয়ে যাও অন্য বুকে
ভুলে যাও,আমাকে নদী
জলে ভাসা,পুজোর ফুল ভেবে
একা একা,ভেসে যাব আমি
ঢেউয়ের আঘাত বুকে নিয়ে
ও নদী ভুলে যাও পূজর ফুল ভেবে
সুখ নিয়ে ভয়ে যাও অন্য বুকে
ভুলে যাও,আমাকে নদী
জলে ভাসা,পুজোর ফুল ভেবে
একা একা,ভেসে যাব আমি
ঢেউয়ের আঘাত বুকে নিয়ে
⫸=ধন্যবাদ=⫷