menu-iconlogo
huatong
huatong
avatar

O Mor Moyna Go - ও মোর ময়না গো

Habib Wahid/Juliehuatong
forhad99huatong
Lirik
Rakaman
ময়না গো...

ও মোর ময়না গো...

ময়না গো ...

ও মোর ময়না গো...

ও মোর ময়না গো

ও মোর ময়না গো

কার কারণে তুমি একেলা..

কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা

সেতো আসবেনা সেতো ফিরবেনা ফিরবেনা

ও মোর ময়না গো..

দূর দূর দূর দূর পানে আনমনে চাহিয়া

কি বিরাগে রাগিনী যাও গাইয়া

দূর দূর দূর দূর পানে আনমনে চাহিয়া

কি বিরাগে রাগিনী যাও গাইয়া

সবুজে সবুজে ভরা বনানী

গৌরবে ফাগুন বুজি জানোনি

সবুজে সবুজে ভরা বনানী

গৌরবে ফাগুন বুজি জানোনি

হায়রে হায়রে বুঝি তা জানোনি

ময়না গো ও মোর ময়না গো

কার কারণে তুমি একেলা..

কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা

সেতো আসবেনা সেতো ফিরবেনা ফিরবেনা

ও মোর ময়না গো..

ঝর ঝর ঝর দু নয়নে ঝর ঝর ঝরায়ে

কেন থাক বিষাদে মন ভরায়ে

ঝর ঝর ঝর দু নয়নে ঝর ঝর ঝরায়ে

কেন থাক বিষাদে মন ভরায়ে

যা কিছু হারায়ে গেল যাকনা

নীল আকাশে মেলে পাখনা

যা কিছু হারায়ে গেল যাকনা

নীল আকাশে মেলে পাখনা

দার দার মেলে পাখনা

ময়না গো ও মোর ময়না গো

কার কারণে তুমি একেলা..

কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা

সেতো আসবেনা সেতো ফিরবেনা ফিরবেনা

ও মোর ময়না গো

Lebih Daripada Habib Wahid/Julie

Lihat semualogo

Anda Mungkin Suka