menu-iconlogo
huatong
huatong
avatar

আমার গলার হার কনক চাঁপা

Hafiz Uddinhuatong
❤⃝🕊𝐇𝐀𝐅𝐈𝐙-𝐔𝐃𝐈𝐍2❤⃝🕊𝐂🎻𝐒huatong
Lirik
Rakaman
কথা ও সুর কবি জসিম উদ্দিন আপলোড হাফিজ উদ্দিন।

আমার গলার হার খুলেনে ওগো ললিতে

আমার গলার হার খুলেনে ওগো ললিতে

আমার হার প’রে আর কি ফল হবে সখী,

প্রাণবন্ধু নাই ব্রজেতে ওগো ললিতে

আমার গলার হার খুলেনে ওগো ললিতে।

গলার হারে কি আর শোভা আছে

যার শোভা তার সঙ্গে গেছে গো।

গলার হারে কি আর শোভা আছে

যার শোভা তার সঙ্গে গেছে গো

এখন কৃষ্ণ নামে মালা গেঁথে

দেনা আমার গলেতে ওগো ললিতে

আমার গলার হার খুলেনে ওগো ললিতে।

⃝?চেনা ? সুর ⃝?

প্রানের বন্ধু যদি আসে দেশে

বলিস তোরা বন্ধুর কাছে গো।

প্রানের বন্ধু যদি আসে দেশে

বলিস তোরা বন্ধুর কাছে গো

ওর রাই কৃষ্ণ বিনে প্রান ত্যাজিছে

যমুনার ঐ জলেতে ওগো ললিতে

আমার গলার হার খুলেনে ওগো ললিতে

আমার গলার হার খুলেনে ওগো ললিতে

আমার হার প’রে আর কি ফল হবে সখী,

প্রাণবন্ধু নাই ব্রজেতে ওগো ললিতে

আমার গলার হার খুলেনে ওগো ললিতে।

Lebih Daripada Hafiz Uddin

Lihat semualogo

Anda Mungkin Suka

আমার গলার হার কনক চাঁপা oleh Hafiz Uddin - Lirik dan Liputan