menu-iconlogo
huatong
huatong
avatar

Jahid Track-Neela BY Hamin Ahmed_Latino Feel(Protassa)

Hamin Ahmed (Miles)huatong
🎵ᒎᗩᕼᎥᗪ🎶ᗰᑌᔕᎥᑕ🎙️huatong
Lirik
Rakaman
নীলা

ব্যান্ড: মাইলস

কন্ঠ: শাফিন আহমেদ

এলবাম: প্রত্যাশা (১৯৯৩)

[[[Upoloaded BY JAHID]]]

তোমার চোখে

চেয়ে দেখি আমি জীবনটাকে

ভালোবাসার স্মৃতিগুলো

তোমাকে কাছে চায়।

কিছু কথা

কিছু আশা নিয়ে জীবনটাতে

অনাবিল সব সুখের ছোঁয়ায়

তোমাকে কাছে চাই।

ওই সুদূর নীলিমায়

মন হারিয়ে যেতে চায়

যেথায় সময় থেমে রয়

তোমারই আশায়।

নীলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়

যেখানে তোমার আমার প্রেম ছবির মতো জেগে রয়

নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা

যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়।

[[[Upoloaded BY JAHID]]]

ফুলের মতো

সৌরভে ভরিয়ে দিয়ে

তোমায় আমি ভালোবেসে

আরও কাছে পেতে চাই।

দুরন্ত প্রেম

ঝর্ণাধারারই মতো

ছুটে চলে অবিরত

তোমার ঠিকানায়।

ওই সুদূর নীলিমায়

মন হারিয়ে যেতে চায়

যেথায় সময় থেমে রয়

তোমারই আশায়।

নীলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়

যেখানে তোমার আমার প্রেম ছবির মতো জেগে রয়

নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা

যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়।

[[[Upoloaded BY JAHID]]]

ওই সুদূর নীলিমায়

মন হারিয়ে যেতে চায়

যেথায় সময় থেমে রয়

তোমারই আশায়

নীলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়

যেখানে তোমার আমার প্রেম ছবির মতো জেগে রয়

নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা

যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়

নীলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়

যেখানে তোমার আমার প্রেম ছবির মতো জেগে রয়

নীলা, তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা

যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়।[[[Upoloaded BY JAHID]]]

***Thanks For Listening***

Anda Mungkin Suka

Jahid Track-Neela BY Hamin Ahmed_Latino Feel(Protassa) oleh Hamin Ahmed (Miles) - Lirik dan Liputan