menu-iconlogo
huatong
huatong
avatar

Eto Koshto Keno

Hasan arkhuatong
🇧🇩𝒥𝒪𝒴_জয়💥ঘুড্ডি🪁huatong
Lirik
Rakaman
এত কষ্ট কেন ভালোবাসায়

ব্যান্ড : আর্ক

গায়ক : হাসান

চারিদিকে উৎসব

পরিপূর্ণ নিয়ন আলোয়

আমার এ পৃথিবী

ঘিরে আসছে আঁধার কালোয়

সানাইয়ের সুর নিয়ে যাবে দূর

একটু একটু করে তোমায়

আজকে রাতেই তুমি অন্যের হবে

ভাবতেই জলে চোখ ভিজে যায়

হায়, হায়, হায়

এত কষ্ট কেন ভালবাসায়!

(কেন?)

এত কষ্ট কেন ভালবাসায়!

বিশ্বাস যেখানে

অবিশ্বাসের সুরে

বেজে উঠেছে

থাকবে না আমার

সে কথা বুঝতে যেন

দেরি হয়েছে

নিমগ্ন ছিলাম

তোমার ভালবাসার ইন্দ্রজালে

মানুষ আমি

কেন তলিয়ে গেছি

আমারই ভুলে

সানাইয়ের সুর নিয়ে যাবে দূর

একটু একটু করে তোমায়

আজকে রাতেই তুমি অন্যের হবে

ভাবতেই জলে চোখ ভিজে যায়

হায়, হায়, হায়

এত কষ্ট কেন ভালবাসায়!

(কেন?)

এত কষ্ট কেন ভালবাসায়!

চারিদিকে উৎসব

পরিপূর্ণ নিয়ন আলোয়

আমার এ পৃথিবী

ঘিরে আসছে আঁধার কালোয়

সানাইয়ের সুর নিয়ে যাবে দুর

একটু একটু করে তোমায়

আজকে রাতেই তুমি অন্যের হবে

ভাবতেই জলে চোখ ভিজে যায়

হায়, হায়, হায়

এত কষ্ট কেন ভালবাসায়!

(কেন?)

এত কষ্ট কেন ভালবাসায়!

(কেন?)

এত কষ্ট কেন ভালবাসায়!

(কেন?)

এত কষ্ট কেন ভালবাসায়!

Lebih Daripada Hasan ark

Lihat semualogo

Anda Mungkin Suka