menu-iconlogo
huatong
huatong
avatar

Soundtek Hits Mashup

Hasan S Iqbalhuatong
porcodioporcodiohuatong
Lirik
Rakaman
F ভুল না হয় আমারই ছিলো বেশি

করোনি ক্ষমা করেছো দোষী।

অভিমান লুকিয়ে রাখো যদি

থাকব সারাজীবন অপরাধী

প্রতিশোধ নেবে নাও

আমি বাঁধা দেব না

একবার বলে যাও

কেনো আমার হলে না।।

M কাল সারারাত ছলো স্বপ্নেরও রাত

কাল সারারাত ছিলো স্বপ্নেরও রাত

সৃতির আকাশে যেনো বহুদিন পর

মেঘ ভেঙে উঠেছিলো পূর্নিমা চাঁদ

কাল সারারাত ছলো স্বপ্নেরও রাত

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?

ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?

F মন ভালো নেই যানি

মন তবু হারবেনা...

একজন কেউ থাকুক

যে তোমাকে ছাড়বে না...

সবাই চলে যাবে..

এক জনই, পারবেনা...

পারিনি ভুলতে তোকে

পারিনি, এ মন ফেরাতে

শূন্য এ হৃদয় আমার..

চায় তোর মাঝে হারাতে

M এই মন আমার

পাথর তো নয়

সব ব্যাথা, সয়ে যাবে নিরবে

এই মন আমার.

পাথর তো নয়...

সব ব্যাথা সয়ে যাবে নিরবে

F তুমি আমার, প্রথম সকাল

একাকী বিকেল...

ক্লান্ত দুপুর বেলা...

M তুমি আমার.....

সারা দিন আমার ...

তুমি আমার...সারা বেলা..

F তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে..

M তুমি চলে গেছো অনেক দূরে

এই মনের আঙিনা ছেড়ে..

Lebih Daripada Hasan S Iqbal

Lihat semualogo

Anda Mungkin Suka