menu-iconlogo
huatong
huatong
avatar

যে কলমে কালি থাকে না je kolome kali thaken

hasu হাসুhuatong
mjpludehuatong
Lirik
Rakaman
যে কলমে কালি থাকে না

সে কলম দিয়ে লেখা যায় না

যে বাগানে ফুল ফোটে না

সে বাগানে ভ্রমর ও বসে না

তোমার মন যে পাথরে গড়া

হে হে,,তোমার মন যে পাথরে গড়া

তাই তো ভালবাসা হলো না ,

যে কলমে কালি থাকে না

সে কলম দিয়ে লেখা যায় না

যে বাগানে ফুল ফোটে না

সে বাগানে ভ্রমর ও বসে না

তোমার মন যে পাথরে গড়া

হে হে,,তোমার মন যে পাথরে গড়া

তাই তো ভালবাসা হলো না ,

যে কলমে কালি থাকে না

সে কলম দিয়ে লেখা যায় না

যে বাগানে ফুল ফোটে না

সে বাগানে ভ্রমর ও বসে না ,

P S G

আসমান আছে বলে আছে রে জমিন

সূর্য আছে বলে ওঠে প্রতিদিন

হে,,আসমান আছে বলে আছে রে জমিন

সূর্য আছে বলে ওঠে প্রতিদিন

ঐ আকাশে যদি মেঘ না থাকে

ঐ আকাশে যদি মেঘ না থাকে

কোন দিনও বৃষ্টি হয়না ,

যে কলমে কালি থাকে না

সে কলম দিয়ে লেখা যায় না

যে বাগানে ফুল ফোটে না

সে বাগানে ভ্রমর ও বসে না ,

আঁধার আছে বলে আছে রে আলো

যার মন আছে সেতো বাসবে ভালো

হে,,আঁধার আছে বলে আছে রে আলো

যার মন আছে সেতো বাসবে ভালো

তুমি যে এমন হৃদয় হীনা

তুমি যে এমন হৃদয় হীনা

এ কথা জানা ছিলো না

যে কলমে কালি থাকে না

সে কলম দিয়ে লেখা যায় না

যে বাগানে ফুল ফোটে না

সে বাগানে ভ্রমর ও বসে না

তোমার মন যে পাথরে গড়া

হে তোমার মন যে পাথরে গড়া

তাই তো ভালবাসা হলো না ,

যে কলমে কালি থাকে না

সে কলম দিয়ে লেখা যায় না

যে বাগানে ফুল ফোটে না

সে বাগানে ভ্রমর ও বসে না ,

Anda Mungkin Suka