menu-iconlogo
huatong
huatong
helal-hariye-gele-cover-image

Hariye Gele

Helalhuatong
renee_blandinhuatong
Lirik
Rakaman
হারিয়ে গেলে হৃদয় গভীরে

স্মৃতিমালার গোপনে

বোঝো না তুমি

ছলনা করিনি আমি

ভুলিনি সে কথা

কেটেছে যে ব্যথা

হারিয়ে গেলে হৃদয় গভীর

স্মৃতিমালার গোপনে

বোঝো না তুমি

ছলনা করিনি আমি

ভুলিনি সে কথা

কেটেছে যে ব্যথা

মিলনমালার স্মৃতি

ভালোবাসার গীতি

সোনালি অক্ষরে থাকবে

ও, মিলনমালার স্মৃতি

ভালবাসার গীতি

সোনালি অক্ষরে থাকবে

সেই সোনালি স্মৃতিগুলো মুছেনি

বোঝো না তুমি

ছলনা করিনি আমি

ভুলিনি সে কথা

কেটেছে যে ব্যথা

প্রেমের আবির মেখে

স্মৃতিমাখা চোখে চেয়ে

মন বলে তুমি থাকবে

ও, প্রেমের আবির মেখে

স্মৃতিমাখা চোখে চেয়ে

মন বলে তুমি থাকবে

সেই প্রেমেরই আবিরগুলো ঝরেনি

বোঝো না তুমি

ছলনা করিনি আমি

ভুলিনি সে কথা

কেটেছে যে ব্যথা

হারিয়ে গেলে হৃদয় গভীরে

স্মৃতিমালার গোপনে

বোঝো না তুমি

ছলনা করিনি আমি

ভুলিনি সে কথা

কেটেছে যে ব্যথা

হারিয়ে গেলে হৃদয় গভীর

স্মৃতিমালার গোপনে

বোঝো না তুমি

ছলনা করিনি আমি

ভুলিনি সে কথা

কেটেছে যে ব্যথা

Lebih Daripada Helal

Lihat semualogo

Anda Mungkin Suka