menu-iconlogo
huatong
huatong
avatar

Tarpar Tar Aar Par Nei

Hemanta Kumar Mukhopadhyayhuatong
selinatimhuatong
Lirik
Rakaman
তারপর?

তার আর পর নেই

নেই কোনো ঠিকানা

যা কিছু গিয়েছে থেমে

যাক, থেমে যাক না

তার আর পর নেই

নেই কোনো ঠিকানা

যা কিছু পেয়েছি কাছে

তাই সঞ্চয়

যা কিছু পেলাম নাকো

সে আমার নয়

যা কিছু পেয়েছি কাছে

তাই সঞ্চয়

যা কিছু পেলাম নাকো

সে আমার নয়

পাহাড় নিষেধগুলো পেরিয়ে দেখি

কি আছে আমার পথে পড়ে

তারপর?

তার আর পর নেই

নেই কোনো ঠিকানা

মনে রেখো আমিও ছিলাম

ছোট্ট জীবন আর যত হাসি গান

আমি তোমাকে দিলাম, আমিও ছিলাম

মনে রেখো

মরণ পেরিয়ে যাবো এমনি করে

কোনো পিছু ডাকে আর থামবো না

মরণ পেরিয়ে যাবো এমনি করে

কোনো পিছু ডাকে আর থামবো না

একটু থেমেই থাকি তোমার কাছে

তুমিও আমার সাথে চলো না

তারপর?

তার আর পর নেই

নেই কোনো ঠিকানা

যা কিছু গিয়েছে থেমে

যাক, থেমে যাক না

তার আর পর নেই

নেই কোনো ঠিকানা

Lebih Daripada Hemanta Kumar Mukhopadhyay

Lihat semualogo

Anda Mungkin Suka