menu-iconlogo
huatong
huatong
avatar

আয় খুকু আয়

Hemanta Mukherjee /Sravanti Mazumderhuatong
nunes_mairahuatong
Lirik
Rakaman

কাটেনা সময় যখন আর কিছুতে

বন্ধুর টেলিফোনে মন বসে না

জানালার গ্রীলটাতে ঠেকাই মাথা

মনে হয় বাবার মত কেউ বলে না

আয় খুকু আয়... আয় খুকু আয়...

আয় খুকু আয়... আয় খুকু আয়...

আয়রে আমার সাথে গান গেয়ে যা

নতুন নতুন সুর নে শিখে নে

কিছুই যখন ভাল লাগবে না তোর

পিয়ানোয় বসে তুই বাজাবিরে

আয় খুকু আয়...আয় খুকু আয়...

সিনেমা যখন চোখে জ্বালা ধরায়

গরম কফির মজা জুড়িয়ে যায়

কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি

মনে হয় বাবা যদি বলতো আমায়

আয় খুকু আয়...আয় খুকু আয়...

আয় খুকু আয়...আয় খুকু আয়...

আয়রে আমার সাথে আয় এখনি

কোথাও ঘুরে আসি শহর ছেড়ে

ছেলেবেলার মত বায়না করে

কাজ থেকে নেনা তুই আমায় কেড়ে

আয় খুকু আয়...আয় খুকু আয়...

দোকানে যখন আসি সাজবো বলে

খোঁপাটা বেঁধে নেই ঠাণ্ডা হাওয়ায়

আরশিতে যখনই চোখ পড়ে যায়

মনে হয় বাবা যেন বলছে আমায়

আয় খুকু আয়...আয় খুকু আয়...

আয় খুকু আয়...আয় খুকু আয়...

আয়রে আমার কাছে আয় মামনি

সবার আগে আমি দেখি তোকে

দেখিতো কেমন খোঁপা বেঁধেছিস তুই

কেমন কাজল দিলি কালো চোখে

আয় খুকু আয়... আয় খুকু আয়...

ছেলেবেলার দিন ফেলে এসে

সবাই আমার মত বড় হয়ে যায়

জানিনা ক'জনে আমার মতন

মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়

আয় খুকু আয়...আয় খুকু আয়...

আয় খুকু আয়...আয় খুকু আয়...

আয়রে আমার পাশে আয় মামনি

এ হাতটা ভাল করে ধর এখনি

হারানো সেদিনে চল চলে যাই

ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি

আয় খুকু আয়...আয় খুকু আয়...

আয় খুকু আয়...আয় খুকু আয়...

আয় খুকু আয়...আয় খুকু আয়...

Lebih Daripada Hemanta Mukherjee /Sravanti Mazumder

Lihat semualogo

Anda Mungkin Suka