menu-iconlogo
huatong
huatong
avatar

Jole Bhasha Phool_(From"Amar Prem-Never Ending Love")

Hridoy Khan/Anikahuatong
nettprinzhuatong
Lirik
Rakaman
কতটা মায়া তোর দুটি চোখে

আমাকে করেছে ব্যাকুল

কেড়ে তো নিয়েছে রাতেরই ঘুম

আমি তো হয়েছি পাগল

জেগে থাকি চল, তুই আমি

ভালোবাসি দু′জনে

প্রেমে প্রেমে আজ কবো কথা

না হয় হলো পাগলামি

তুই জীবনে আমার শুধু জলে ভাসা ফুল

তোকে পেয়ে ভুলে গেছি আজ কত শত ভুল

তুই জীবনে আমার শুধু জলে ভাসা ফুল

তোকে পেয়ে ভুলে গেছি আজ কত শত ভুল

কবো না তো কথা, দেবো না তো ব্যথা

হোক না হোক লুকোচুরি

তোরই তো সাথে আজ জাগবো সারারাত

হোক না তো বাড়াবাড়ি

কবো না তো কথা, দেবো না তো ব্যথা

হোক না হোক লুকোচুরি

তোরই তো সাথে আজ জাগে রবো সারারাত

হোক না তো বাড়াবাড়ি

জেগে থাকি চল, তুই আমি

ভালোবাসি দু'জনে

প্রেমে প্রেমে আজ কবো কথা

না হয় হলো পাগলামি

তুই জীবনে আমার শুধু জলে ভাসা ফুল

তোকে পেয়ে ভুলে গেছি আজ কত শত ভুল

তুই জীবনে আমার শুধু জলে ভাসা ফুল

তোকে পেয়ে ভুলে গেছি আজ কত শত ভুল

যাবো না তো দূরে, রবো না তো ঘরে

থাক না থাক জোরাজুরি

আমারই হাতে হাত যতনে ধরে রাখ

হোক না তো জানাজানি

যাবো না তো দূরে, রবো না তো ঘরে

থাক না থাক জোরাজুরি

আমারই হাতে হাত যতনে ধরে রাখ

হোক না তো জানাজানি

জেগে থাকি চল তুই আমি

ভালোবাসি দু′জনে

প্রেমে প্রেমে আজ কবো কথা

না হয় হলো পাগলামি

তুই জীবনে আমার শুধু জলে ভাসা ফুল

তোকে পেয়ে ভুলে গেছি আজ কত শত ভুল

তুই জীবনে আমার শুধু জলে ভাসা ফুল

তোকে পেয়ে ভুলে গেছি আজ কত শত ভুল

তোরে ছাড়া প্রেম ভালো তো লাগে না

তোরে ছাড়া প্রেম

তোরে ছাড়া প্রেম ভালো তো লাগে না

তোরে ছাড়া প্রেম

Lebih Daripada Hridoy Khan/Anika

Lihat semualogo

Anda Mungkin Suka