menu-iconlogo
logo

​ লক্ষী সোনা

logo
Lirik
লক্ষী সোনা, আদর করে দিচ্ছি তোকে

লক্ষ চুমু, মায়া ভরা তোরই মুখে

হুম,,লক্ষী সোনা, আদর করে দিচ্ছি তোকে

লক্ষ চুমু, মায়া ভরা তোরই মুখে

কলিজা,তুই আমার, তুই যে নয়নের আলো,

লাগেনা,তুই ছাড়া, লাগেনা তো যে ভালো।

রূপকথা তুই তো আমারই,

জীবনের চেয়ে আরো দামি।

রূপকথা তুই তো আমারই,

জীবনের চেয়ে আরো দামি।

তুই আমার জীবন

তুই ছাড়া মরণ ,

তুই যে আমারই

সাত রাজারও ধন

তুই আমার জীবন

তুই ছাড়া মরণ ,

তুই যে আমারই ,

সাত রাজারও ধন,,

কলিজা, তুই আমার, তুই যে নয়নের আলো,

লাগেনা, তুই ছাড়া, লাগেনা তো যে ভালো।

রূপকথা তুই তো আমারই,

জীবনের চেয়ে আরো দামি।

রূপকথা তুই তো আমারই,

জীবনের চেয়ে আরো দামি।

তুই চাঁদের কণা , তুই ছানা বোনা,

তুই যে আমারই , সব সুখেরই ঘর

তুই চাঁদের কণা , তুই ছানা বোনা

তুই যে আমারই , সব সুখেরই ঘর

কলিজা, তুই আমার, তুই যে নয়নের আলো,

লাগেনা, তুই ছাড়া, লাগেনা তো যে ভালো।

রূপকথা তুই তো আমারই,

জীবনের চেয়ে আরো দামি।

রূপকথা তুই তো আমারই,

জীবনের চেয়ে আরো দামি।

​ লক্ষী সোনা oleh Hridoy Khan - Lirik dan Liputan