menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Dio Nago Bashor

Hussainhuatong
sam3331575huatong
Lirik
Rakaman
তুমি দিওনা গো বাসর ঘরের বাত্তি নিভাইয়া

আমি বন্ধ ঘরে অন্ধকারে জাবো মরীয়া

তুমি দিওনা গো বাসর ঘরের বাত্তি নিভাইয়া

আমি বন্ধ ঘরে অন্ধকারে জাবো মরীয়া

তুমি ভয় কেনো পাও প্রাণ সজনী আমায় দেখীয়া

তোমায় প্রেম সহাগে রাখবো আমার বুকে জরায়া

তুমি দিওনা গো বাসর ঘরের বাত্তি নিভাইয়া

আমি বন্ধ ঘরে অন্ধকারে জাবো মরীয়া

ও আছঁল ধরে টান দিওনা লাজে মরে যায়

প্রথম রতে আমি তোমার কাছে ক্ষমা চাই

হো সুখের পর্রস দেবো তোমায়,থেকোনা দূরে

সান্তি খুঁজে পাবে আমার প্রেমের আদরে

আমি চাইনা তোমার প্রমের আদর দাওনা ছারীয়া

সব কিছু জোর করে নিওনা কারীয়া

নিওনা কারীয়া তুমি নিওনা কারীয়া

তুমি ভয় কেনো পাও প্রাণ সজনী আমায় দেখীয়া

তোমায় প্রেম সহাগে রাখবো আমার বুকে জরায়া

তুমি দিওনা গো বাসর ঘরের বাত্তি নিভাইয়া

আমি বন্ধ ঘরে অন্ধকারে জাবো মরীয়া

হো এই রাত আর কনো দিনও আসবে না ফিরে

একটু পরে রাত পোহাবে থেকোনা দূরে

আমার বুক কাপে যে ধুরু ধুরু,মনে লাগে ভয়

জানিনা তো আজ নিশিতে কিজানি কি হয়

আমার ইচ্ছে করে মঊর পংখী নায়ে চোরীয়া

আমি তোমায় নিয়ে প্রেম যমুনায় যাবো ভাসিয়া

আমি যাবো ভাসিয়া,ঘরের বাত্তি নিভাইয়া

তুমি দিওনা গো বাসর ঘরের বাত্তি নিভাইয়া

আমি বন্ধ ঘরে অন্ধকারে জাবো মরীয়া

তুমি ভয় কেনো পাও প্রাণ সজনী আমায় দেখীয়া

তোমায় প্রেম সহাগে রাখবো আমার বুকে জরায়া

তুমি দিওনা গো বাসর ঘরের বাত্তি নিভাইয়া

আমি বন্ধ ঘরে অন্ধকারে জাবো মরীয়া

Lebih Daripada Hussain

Lihat semualogo

Anda Mungkin Suka