menu-iconlogo
huatong
huatong
avatar

Hridoyer Ekul Okul Fused with Lalon

Imanhuatong
Shrabon's_Notebook.huatong
Lirik
Rakaman
(F)-হৃদয়ের এ কূল ও কূল

দু′কূল ভেসে যায় হায় সজনী

উথলে নয়ন বারি

হৃদয়ের এ কূল ও কূল

দু'কূল ভেসে যায় হায় সজনী

উথলে নয়ন বারি

যেদিকে চেয়ে দেখি ওগো সখী

যেদিকে চেয়ে দেখি ওগো সখী

কিছু আর চিনিতে না পারি

উথলে নয়ন বারি

হৃদয়ের এ কূল ও কূল

দু′কূল ভেসে যায় হায় সজনী

উথলে নয়ন বারি

(M)-আ আ আ আ

(F)-পরানে পড়িয়াছে টান

ভরা নদীতে আসে বান

পরানে পড়িয়াছে টান

ভরা নদীতে আসে বান

আজিকে কি ঘোর তুফান সজনী গো

বাঁধ আর বাঁধিতে নারি

বাঁধ আর বাঁধিতে নারি

---------------

(M)-খ্যাপা তুই না জেনে তোর আপন খবর

যাবি কোথায়

খ্যাপা তুই না জেনে তোর আপন খবর

যাবি কোথায়

আপন ঘর না জেনে বাইরে খুঁজে

ঘর না জেনে বাইরে খুঁজে পড়বি ধাঁধায়

খ্যাপা যাবি কোথায় (3.01)

খ্যাপা তুই না জেনে তোর আপন খবর

যাবি কোথায়

----

আমি সত্য না হইলে (3.21)

গুরু সত্য হয় কোনকালে

ওরে আমি যে রূপ দেখ না সে রূপ

আমি যে রূপ দেখ না সে রূপ দীন দয়াময়

খ্যাপা যাবি কোথায়

(F)-উ উ....

(M)-আপনারে আপনি না চিনিলে(4.03)

ঘুরবি কত এই ভুবনে

ওরে লালন বলে অন্তিমকালে

লালন বলে অন্তিমকালে নাইরে উপায়

খ্যাপা যাবি কোথায় (4.33)

(F)-কেন এমন হল গো

আমার এই নব যৌবনে

সহসা কি বহিল কোথাকার কোন পবনে আমার এই নব যৌবনে

হৃদয় আপনি উদাস

মরমে কিসের হুতাস

হৃদয় আপনি উদাস

মরমে কিসের হুতাস

জানিনা কি বাসনা কি বেদনা গো

কেমনে আপনা নিবারি

কেমনে আপনা নিবারি

(M)-খ্যাপা তুই না জেনে তোর আপন খবর

যাবি কোথায়

(F)-হৃদয়ের এ কূল ও কূল দু'কূল ভেসে যায়

(M)-খ্যাপা তুই না জেনে তোর আপন খবর

যাবি কোথায়

(F)হৃদয়ের এ কূল ও কূল দু'কূল ভেসে যায়

হায় সজনী উথলে নয়ন বারি (আলাপ-M)

(M+F)-হৃদয়ের এ কূল ও কূল

দু′কূল ভেসে যায় হায় সজনী

উথলে নয়ন বারি

Shrabon's Notebook

Lebih Daripada Iman

Lihat semualogo

Anda Mungkin Suka