menu-iconlogo
huatong
huatong
imrankona-short-o-hey-shyam-cover-image

Short O Hey Shyam

Imran/Konahuatong
rticinellihuatong
Lirik
Rakaman
ও হে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো

ও হে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো

বাগিচার ফুল তুমি তুলিয়া আইনাছি আমি

মালা গেঁথে গলায় পড়িবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো

ও হে শ্যাম…

হেহেহে..হেহে..ওওওও..ওহহ

বুকের মাঝে লুকাইয়িয়া রাখে মুক্তা ঝিনুক

এই বুকে লুকানো তুমি জগতের লোক জানুক

হো..বুকের মাঝে লুকাইয়িয়া

রাখে মুক্তা ঝিনুক

এই বুকে লুকানো তুমি জগতের লোক জানুক

আকাশেরও চাঁদ তুমি ধরিয়া আইনাছি আমি

সারা অঙ্গেতে মাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো

ও হে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিবো

অন্য কেউরে না আমি চাইতে দিবো

Lebih Daripada Imran/Kona

Lihat semualogo

Anda Mungkin Suka