F=নিশিতে যাইয়ো ফুলোবনে রে ভ্রমরা
নিশিতে যাইয়ো ফুলোবনে
নিশিতে যাইয়ো ফুলোবনে রে ভ্রমরা
নিশিতে যাইয়ো ফুলোবনে
M=জ্বালাইয়া চান্দেরও বাতি
জেগে রবো সারারাতি গো
জ্বালাইয়া চান্দেরও বাতি
আমি জেগে রবো সারারাতি গো
F=আমি কবো কথা
আমি কবো কথা শিশিরেরও সনে রে ভ্রমরা
নিশিতে যাইয়ো ফুলোবনে
M=নিশিতে যাইয়ো ফুলোবনে রে ভ্রমরা
নিশিতে যাইয়ো ফুলো, বনে
M=যদিবা ঘুমায়ে পড়ি
আমি স্বপনেরো পথো ধরি গো
F=যদিবা ঘুমায়ে পড়ি
স্বপনেরো পথো ধরি গো
তুমি নিরবো চরণে যাই.য়ো~
M=তুমি নিরবো চরণে যাইয়ো রে ভ্রমরা
নিশিতে যাইয়ো ফুলোবনে
F=নিশিতে যাইয়ো ফুলোবনে রে ভ্রমরা
নিশিতে যাইয়ো ফুলোবনে
F=আমার ডাল যেন ভাঙে.. না
আমার ফুল যেন ভাঙে.. না
ফুলের ঘুম যেন~ ভাঙে.. না
M=আমার ডাল যেন ভাঙেনা
ফুল যেন ভাঙেনা
ঘুম যেন ভাঙেনা
তুমি নিরবো চরণে যাই.য়ো~
F=তুমি নিরবো চরণে যাইয়ো, রে ভ্রমরা
নিশিতে যাইয়ো ফুলোবনে
Mনিশিতে যাইয়ো ফুলোবনে রে ভ্রমরা
নিশিতে যাইয়ো ফুলোবনে
F=জ্বালাইয়া চান্দেরও বাতি
জেগে রবো সারারাতি গো
আমি কবো কথা
M+F=আমি কবো কথা শিশিরেরও সনে রে ভ্রমরা
নিশিতে যাইয়ো ফুলোবনে
F=নিশিতে যাইয়ো ফুলোবনে.এ ভ্রমরা
নিশিতে যাইয়ো ফুলোবনে
M=নিশিতে যাইয়ো ফুলোবনে রে ভ্রমরা
নিশিতে যাইয়ো ফুলোবনে
M+F=নিশিতে যাইয়ো ফুলোবনে রে ভ্রমরা
নিশিতে যাইয়ো
ফুলোবনে