menu-iconlogo
logo

তোর বর্ষা চোখে

logo
Lirik
তোর বর্ষা চোখে,

ঝরতে দেবনা বৃষ্টি

তুই জাগবি সারারাত,

আমি আসবো হঠাৎ

তোর বর্ষা চোখে,

ঝরতে দেবনা বৃষ্টি

তুই জগবি সারারাত,

আমি আসবো হঠাৎ

তোর শুকনো ঠোঁটে,

ফোটাবো প্রেমের হাসি

তোকে প্রানের চেয়ে

বড় বেশি ভালোবাসি

তোকে প্রানের চেয়ে বড

বেশি ভালোবাসি

তোর বুকের গভীরে

দেবো আজ আলতো ছোঁয়া

ভালোবাসবি,

জনম ও ভর,

হৃদয়ে অনেক মায়া

তোর শুকনো ঠোঁটে,

ফোটাবো প্রেমের হাসি

তোকে প্রানের চেয়ে

বড় বেশি ভালোবাসি

তোকে প্রানের চেয়ে

বড় বেশি ভালোবাসি

ভুলে যাস না আমায়,

তুই ছাড়া বাচিনা

ও যত্নে,

রাখবো তোকে,

ফুলেরও বিছানায়

তোর শুকনো ঠোঁটে,

ফোটাবো প্রেমের হাসি

তোকে প্রানের চেয়ে

বড় বেশি ভালোবাসি

তোকে প্রাণের চেয়ে

বড় বেশি ভালোবাসি

তোর বর্ষা চোখে oleh Imran Mahmudul - Lirik dan Liputan