menu-iconlogo
huatong
huatong
james-tor-premete-cover-image

Tor Premete

Jameshuatong
rsiatuutyrellhuatong
Lirik
Rakaman
তোর প্রেমেতে অন্ধ হলাম, কী দোষ দিবি তাতে?

বন্ধু, তোরে খুঁজে বেড়াই সকাল-দুপুর-রাতে

তোর প্রেমেতে অন্ধ হলাম, কী দোষ দিবি তাতে?

বন্ধু, তোরে খুঁজে বেড়াই সকাল-দুপুর-রাতে

আগুন জ্বেলেও পুড়লাম আমি, দিলাম তাতে ঝাঁপ

তোর-আমার প্রেমে ছিল রে, বন্ধু, ছিল পুরোটাই পাপ

আগুন জ্বেলেও পুড়লাম আমি, দিলাম তাতে ঝাঁপ

তোর-আমার প্রেমে ছিল রে, বন্ধু, ছিল পুরোটাই পাপ

তোর প্রেমেতে অন্ধ হলাম, কী দোষ দিবি তাতে?

বন্ধু, তোরে খুঁজে বেড়াই সকাল-দুপুর-রাতে

তোর কারণে ভুললাম আমি গোত্র-জাতি-কুল

কাঁটার সাথে করলাম সন্ধি পায়ে পিষে ফুল

তোর কারণে ভুললাম আমি গোত্র-জাতি-কুল

কাঁটার সাথে করলাম সন্ধি পায়ে পিষে ফুল

কেমন করে সইবো আমি প্রেম-আগুনের তাপ?

তোর-আমার প্রেমে ছিল রে, বন্ধু, ছিল পুরোটাই পাপ

কেমন করে সইবো আমি প্রেম-আগুনের তাপ?

তোর-আমার প্রেমে ছিল রে, বন্ধু, ছিল পুরোটাই পাপ

পথ হারানো পথিক হলাম সব হারিয়ে নিঃস্ব

তোর আমার এই প্রেমের কী দাম দেবে বিশ্ব?

পথ হারানো পথিক হলাম সব হারিয়ে নিঃস্ব

তোর আমার এই প্রেমের কী দাম দেবে বিশ্ব?

প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ

তোর-আমার প্রেমে ছিল রে, বন্ধু, ছিল পুরোটাই পাপ

প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ

তোর-আমার প্রেমে ছিল রে, বন্ধু, ছিল পুরোটাই পাপ

তোর প্রেমেতে অন্ধ হলাম, কী দোষ দিবি তাতে?

বন্ধু, তোরে খুঁজে বেড়াই সকাল-দুপুর-রাতে

Lebih Daripada James

Lihat semualogo

Anda Mungkin Suka