menu-iconlogo
huatong
huatong
avatar

Phagun Haway Haway Korechi Je Gaan

Jayati Chakrabortyhuatong
solarenergyhuatong
Lirik
Rakaman
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

আমার আপন হারা প্রান

আমার বাধন ছেঁড়া প্রান

তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

তোমার অসুখে কিংশুকে

অলক্ষ রঙ লাগলো আমার অকারণের সুখে

তোমার অসুখে কিংশুকে

অলক্ষ রঙ লাগলো আমার অকারণের সুখে

তোমার ঝাউয়ের দোলে

মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান

তোমার ঝাউয়ের দোলে

মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান

তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান...

পুর্নিমা সন্ধ্যায়, তোমার রজনীগন্ধায়

রুপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়

পুর্নিমা সন্ধ্যায়, তোমার রজনীগন্ধায়

রুপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়

তোমার প্রজাপতির পাখা

আমার আকাশ চাওয়া মুগ্ধচোখে

রঙ্গীন স্বপন মাখা

তোমার প্রজাপতির পাখা

আমার আকাশ চাওয়া মুগ্ধচোখে

রঙ্গীন স্বপন মাখা

তোমার চাঁদের আলো

মিলায় আমার দুঃখ সুখের

সকল অবসান

তোমার চাঁদের আলো

মিলায় আমার দুঃখ সুখের

সকল অবসান

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

আমার আপন হারা প্রান

আমার বাধন ছেঁড়া প্রান

তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

Lebih Daripada Jayati Chakraborty

Lihat semualogo

Anda Mungkin Suka