menu-iconlogo
huatong
huatong
jazper-jazper-cover-image

স্বপ্নচূত - JAZPER.♠️

JAZPER.♠️huatong
JAZPER.♠️huatong
Lirik
Rakaman
JAZPER

00:38s/05:15s

কষ্ট হয় মনে আসলে

আজ আমি নেই হৃদয় জুড়ে তোমার

স্বপ্নচূত হাজার স্মৃতি

জড়িয়ে আছে সঙ্গী হয়ে আমার

তুমি বুঝোনি বন্ধুত্ব কি

ভালোবাসা কাকে বলে

তাই করুনা শুধু তোমাকে

আজীবন নিজের ছলে

কষ্ট হয় মনে আসলে

আজ আমি নেই হৃদয় জুড়ে তোমার

02:02s/03:51s

সুখের শুন্য হৃদয় বেঁচে থাকা

তোমার জন্য সেখানে করুণা রাখা

সুখের শুন্য হৃদয় বেঁচে থাকা

তোমার জন্য সেখানে করুণা রাখা

তুমি বুঝোনি বন্ধুত্ব কি

ভালোবাসা কাকে বলে

তাই করুনা শুধু তোমাকে

আজীবন নিজের ছলে

কষ্ট হয় মনে আসলে

আজ আমি নেই হৃদয় জুড়ে তোমার

03:44s/02:10s

গভীরতা যে হৃদয়ে একটুও নেই

কি করে সে মানুষকে ভালোবাসবে

তুমি বুঝোনি বন্ধুত্ব কি

ভালোবাসা কাকে বলে

তাই করুনা শুধু তোমাকে

আজীবন নিজের ছলে

কষ্ট হয় মনে আসলে

আজ আমি নেই হৃদয় জুড়ে তোমার

স্বপ্নচূত হাজার স্মৃতি

জড়িয়ে আছে সঙ্গী হয়ে আমার

JAZPER

তুমি বুঝোনি বন্ধুত্ব কি

ভালোবাসা কাকে বলে

তাই করুনা শুধু তোমাকে

আজীবন নিজের ছলে

Lebih Daripada JAZPER.♠️

Lihat semualogo

Anda Mungkin Suka