menu-iconlogo
huatong
huatong
avatar

পাগল মন, মন রে মন কেন এতো কথা বলে

Jeet Ganngulihuatong
sbniberthuatong
Lirik
Rakaman
কে বলে পাগল

সে যেনো কোথায়

রয়েছো কতই দূরে

মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে

মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে

মন কেন এতো কথা বলে

মনকে আমার যত চাই যে বুঝাইতে

মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে

মনকে আমার যত চাই যে বুঝাইতে

মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে

পাগল মন রে

মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে

মন কেন এতো কথা বলে

আমি বা কে আমার মনটা বা কে

আজও পারলাম না আমার মনকে চিনিতে

আমি বা কে আমার মনটা বা কে

আজও পারলাম না আমার মনকে চিনিতে

পাগল মন রে

মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে

মন কেন এতো কথা বলে

আশি তোলায় সের হইলে চল্লিশ সেরে মণ

মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন…

আশি তোলায় সের হইলে চল্লিশ সেরে মণ

মনে মনে এক মন না হইলে মিলবে না ওজন

পাগল মন রে

মন কেন এতো কথা বলে…

কে বলে পাগল

সে যেনো কোথায়

রয়েছো কতই দূরে

মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে

মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে

মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে

মন কেন এতো কথা বলে

ও পাগল মন, মন রে

মন কেন এতো কথা বলে

Lebih Daripada Jeet Gannguli

Lihat semualogo

Anda Mungkin Suka