menu-iconlogo
huatong
huatong
avatar

Bhulini Tomay

Jisan Khan Shuvohuatong
maloffgalliehuatong
Lirik
Rakaman
ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি

এ জীবনে পাওয়া উপহারের মাঝে

এ জীবনে পাওয়া উপহারের মাঝে

তুমি সবচেয়ে দামি,,

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি ..

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি

হয়তো একদিন আসবে যেদিন

রাখবেনা মনে আমাকে

ভুলে যাবে পেছনের সবকিছু

ভালোবাসবে অন্য কাউকে

হয়তো একদিন আসবে যেদিন

রাখবেনা মনে আমাকে

ভুলে যাবে পেছনের সবকিছু

ভালোবাসবে অন্য কাউকে

সময়ের ব্যাবধানে নিয়তির খেলায়

হেরে গেছি আজ আমি

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি ..

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি ..

হ,,আজো তোমার সেই স্মৃতি গুলো

আমাকে তাড়া করে বেড়ায়

তোমার মুখের সেই মায়াবী হাঁসি

ক্ষনে ক্ষনে মনে পড়ে যায়

আজো তোমার সেই স্মৃতি গুলো

আমাকে তাড়া করে বেড়ায়

তোমার মুখের সেই মায়াবী হাঁসি

ক্ষনে ক্ষনে মনে পড়ে যায়

সময়ের ব্যাবধানে নিয়তির খেলায়

হেরে গেছি আজ আমি

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি ..

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি ..

এ জীবনে পাওয়া উপহারের মাঝে

এ জীবনে পাওয়া উপহারের মাঝে

তুমি সবচেয়ে দামি।

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি ..

ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি

মনেরই মাঝে আজও আছো তুমি ..

Lebih Daripada Jisan Khan Shuvo

Lihat semualogo

Anda Mungkin Suka

Bhulini Tomay oleh Jisan Khan Shuvo - Lirik dan Liputan