menu-iconlogo
huatong
huatong
joler-gaan--cover-image

এমন যদি হত

Joler Gaanhuatong
mlvr1952huatong
Lirik
Rakaman
এমন যদি হত আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।

এমন যদি হত আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।

পালাই বহুদূরে ক্লান্ত ভবঘুরে

ফিরব ঘরে কোথায় এমন ঘর।

পালাই বহুদূরে ক্লান্ত ভবঘুরে

ফিরব ঘরে কোথায় এমন ঘর।

বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে

বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে

ঘুম আসেনা ঘুমও স্বার্থপর।

এমন যদি হত আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।

এমন যদি হত আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।

হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি

শূণ্য ভীষণ শূণ্য মনে হয়।

হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি

শূণ্য ভীষণ শূণ্য মনে হয়।

কী আর এমন হবে কে পেয়েছে কবে

কী আর এমন হবে কে পেয়েছে কবে

স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়।

এমন যদি হত আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।

এমন যদি হত আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।

হতাম যদি রঙিন প্রজাপতি

ফুলে ফুলে মাতামাতি।

হতাম যদি রঙিন প্রজাপতি

ফুলে ফুলে মাতামাতি।

দিনের আলো কাটে উড়ে উড়ে

তোমার আমার গানের সুরে।

বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে

বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে

ঘুম আসেনা ঘুমও স্বার্থপর।

এমন যদি হত আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।

এমন যদি হত আমি পাখির মত

উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।

Lebih Daripada Joler Gaan

Lihat semualogo

Anda Mungkin Suka