menu-iconlogo
huatong
huatong
joy-bhattacharjee-bangla-amar-maayer-bhasha-cover-image

Bangla Amar Maayer Bhasha

Joy Bhattacharjeehuatong
savory.66huatong
Lirik
Rakaman
ভোলা মন, মন রে

ও ভোলা মন

ভোলা মন

বাংলা আমার মায়ের ভাষা, ভাই

তাই আমি বাংলাতে গান গাই

বাংলা মায়ের মুখ

তার তুলনা যে নাই

বাংলা আমার মায়ের ভাষা, ভাই

তাই আমি বাংলাতে গান গাই

বাংলা মায়ের মুখ

তার তুলনা যে নাই

পাখিদের কলতানে, বাউলের কোন গানে

কাকডাকা ভোর শিশিরে ভিজে যায়

আমি বাংলাকে ভালোবাসি

এই বাংলা আমার প্রাণ

আমি বাংলাকে ভালোবাসি

এই বাংলা আমার প্রাণ

চাতকের সুরে মেঘ ভাঙে বৃষ্টিভেজার গান

ভোলা মন

রামধনু যে আকাশে সাজায় রংতুলিরই টান

কোনো গাঁয়ের বধূ তুলসীতলায়

প্রদীপ জ্বালায়, শঙ্খ বাজায়

পাখিরা সব ঘরে ফেরে, সন্ধ্যা যে ঘনায়

আমি বাংলাকে ভালোবাসি

এই বাংলা আমার প্রাণ

আমি বাংলাকে ভালোবাসি

এই বাংলা আমার প্রাণ

বাবুই বাসা, জোনাক পোকা, চাঁদের বুড়ির গান

ভোলা মন

মায়ের কোলে গল্পগাঁথা ছোট্টোবেলার গান

কলসি কাঁখে পল্লিবালা

গরুর গাড়ি, হাটের মেলায়

এমন ছবি আঁকছে রোজই আমার এ বাংলা

বাংলা আমার মায়ের ভাষা, ভাই

তাই আমি বাংলাতে গান গাই

বাংলা মায়ের মুখ

তার তুলনা যে নাই

বাংলা আমার মায়ের ভাষা, ভাই

তাই আমি বাংলাতে গান গাই

বাংলা মায়ের মুখ

তার তুলনা যে নাই

পাখিদের কলতানে, বাউলের কোন গানে

কাকডাকা ভোর শিশিরে ভিজে যায়

আমি বাংলাকে ভালোবাসি

এই বাংলা আমার প্রাণ

আমি বাংলাকে ভালোবাসি

এই বাংলা আমার প্রাণ

Lebih Daripada Joy Bhattacharjee

Lihat semualogo

Anda Mungkin Suka