menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Ei Path Chaoyatei Ananda

Kabir Sumanhuatong
mrluis_starhuatong
Lirik
Rakaman
আমার এই পথ চাওয়াতেই আনন্দ।

অনুবা সেন

আমার এই পথ চাওয়াতেই আনন্দ।

আমার এই পথ চাওয়াতেই আনন্দ।

খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত ॥

আমার এই পথ চাওয়াতেই আনন্দ।

কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,

কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,

খুশি রই আপন মনে বাতাস বহে ....

বাতাস বহে সুমন্দ...

আমার এই পথ চাওয়াতেই আনন্দ।

সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,

শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা।

সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা,

শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা।

ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে,

ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে

ততখন রহি রহি ভেসে আসে....

ভেসে আসে সুগন্ধ

আমার এই পথ চাওয়াতেই আনন্দ।

খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত

আমার এই পথ চাওয়াতেই আনন্দ।

আমার এই পথ চাওয়াতেই আনন্দ।

Lebih Daripada Kabir Suman

Lihat semualogo

Anda Mungkin Suka