menu-iconlogo
huatong
huatong
kajol-chatterjeerupak-tiary-mone-mone-anki-cover-image

Mone Mone Anki

Kajol Chatterjee/Rupak Tiaryhuatong
sherwood31huatong
Lirik
Rakaman
আজ কেন মেঘ ডাকে

তোর আদরের নামে

চিঠি লিখে পাঠায়

বৃষ্টির ডাকনামে

ভেজা মন কাঁদে

আজও তোর নামে

কে যেন গল্প বলে যায়

তার পিছু পিছু মন চলে যায়

কোন বাহানায়

তার পিছু পিছু মন চলে যায়

কোন ইশারায়

মনে মনে আঁকি আবেগী আকাশে

কিছু কথা বাকি বেবাগী পলাশে

মনে মনে আঁকি আবেগী আকাশে

কিছু কথা বাকি বেবাগী পলাশে

ছিল কিছু রোদ লেখা

স্মৃতি এসে ভালোবেসে

জোনাকী খুঁজে বেড়ায়

কুয়াশা ভোরে

হাতে আজ হাত রাখা

জল কাঁচে মন ভাসে

খুব কাছে কল্পনায়

ক্ষণে ক্ষণে ফিরে আসে

তার পিছু পিছু মন চলে যায়

কোন বাহানায়

তার পিছু পিছু মন চলে যায়

কোন ইশারায়

মনে মনে আঁকি আবেগী আকাশে

কিছু কথা বাকি বেবাগী পলাশে

মনে মনে আঁকি আবেগী আকাশে

কিছু কথা বাকি বেবাগী পলাশে

Lebih Daripada Kajol Chatterjee/Rupak Tiary

Lihat semualogo

Anda Mungkin Suka