আজ কেন মেঘ ডাকে
তোর আদরের নামে
চিঠি লিখে পাঠায়
বৃষ্টির ডাকনামে
ভেজা মন কাঁদে
আজও তোর নামে
কে যেন গল্প বলে যায়
তার পিছু পিছু মন চলে যায়
কোন বাহানায়
তার পিছু পিছু মন চলে যায়
কোন ইশারায়
মনে মনে আঁকি আবেগী আকাশে
কিছু কথা বাকি বেবাগী পলাশে
মনে মনে আঁকি আবেগী আকাশে
কিছু কথা বাকি বেবাগী পলাশে
ছিল কিছু রোদ লেখা
স্মৃতি এসে ভালোবেসে
জোনাকী খুঁজে বেড়ায়
কুয়াশা ভোরে
হাতে আজ হাত রাখা
জল কাঁচে মন ভাসে
খুব কাছে কল্পনায়
ক্ষণে ক্ষণে ফিরে আসে
তার পিছু পিছু মন চলে যায়
কোন বাহানায়
তার পিছু পিছু মন চলে যায়
কোন ইশারায়
মনে মনে আঁকি আবেগী আকাশে
কিছু কথা বাকি বেবাগী পলাশে
মনে মনে আঁকি আবেগী আকাশে
কিছু কথা বাকি বেবাগী পলাশে