menu-iconlogo
huatong
huatong
avatar

HQ™ স্বর্নালী সঙ্গীনি গো swrnali songini go

kalid hasan milu/Sabina Yeasminhuatong
poonamdebudhuatong
Lirik
Rakaman

1part:male 2part:female

যদি ভালো ঘরের সন্তান

হয়ে থাকেন তাহলে

আমার কোনো গান কপি

করবেন না।

স্বর্নালী সঙ্গীনি গো......

এই হৃদয় আর কারো নয়

তুমি আমার ছিলে

তুমি আমার হলে

শুধু এই টুকু আমার সঞ্চয়

শুধু এই টুকু আমার সঞ্চয়

বর্নালী বন্ধু গো...

এই হৃদয় আর কারো নয়

তুমি আমার ছিলে তুমি আমার হলে

শুধু এই টুকু আমার সঞ্চয়

শুধু এই টুকু আমার সঞ্চয়

স্বর্নালী সঙ্গীনি গো...

এই হৃদয় আর কারো নয়

Composed:bd

Choice by:rayhanmahabub

This song Don't copy please

বুকে তোলপাড় ছিলো আমার

তুমি যে করে দিলে শান্ত

তুমি যে আমার হবে এবার

মন বুঝি সে কথা জানতো

সারাজীবন ধরে নিলে আপন করে

হলো তোমার আমার পরিনয়

হলো তোমার আমার পরিনয়

স্বর্নালী সঙ্গীনি গো...

এই হৃদয় আর কারো নয়

Bangla

মিউজিক কেউ রি আপলোয়েড দিবেন না

ফুলের ঝঙ্কার...

স্বপ্নের তাল...

তুমি যে ছিলে তাতে ছন্দ

কত যে আশা

মনে আমার

গোলাপে পেল গন্ধ

চিরোদিনের তরে

এলে আমার ঘরে

হারাবার নেই কোনো ভয়

হারাবার নেই কোনো ভয়

বর্নালী বন্ধু গো...

এই হৃদয় আর কারো নয়

তুমি আমার ছিলে

তুমি আমার হলে

শুধু এই টুকু আমার সঞ্চয়

শুধু এই টুকু আমার সঞ্চয়

স্বর্নালী সঙীনি গো......

এই হৃদয় আর কারো নয়

তুমি আমার ছিলে

তুমি আমার হলে

শুধু এই টুকু আমার সঞ্চয়

শুধু এই টুকু আমার সঞ্চয়

বর্নালী বন্ধু গো...

এই হৃদয় আর কারো নয়

choice by:adrotha

ধন্যবাদ সবাইকে

Lebih Daripada kalid hasan milu/Sabina Yeasmin

Lihat semualogo

Anda Mungkin Suka