menu-iconlogo
huatong
huatong
avatar

মাগো তোমার মত লয়না কেহ

Kanak Chapahuatong
juliussonzhuatong
Lirik
Rakaman
মাগো তোমার মতো লয়না কেহ

আমায় বুকে টানি.....

আঁচল দিয়ে, মুছেনা কেউ.....

আঁচল দিয়ে, মুছেনা কেউ

আমার চোখের পানি ই....

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী।

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী।

মায়ের পায়ের তলে

সন্তানের বেহেশত

তাই আমাদের সকলের উচিত মাকে

সম্মান করা মাকে ভালোবাসা!

Track

চইলা গেলা কোন অজানায়

আমায় নিলানা আ.....

পথে পইরা কান্দি আমি

নাই যে ঠিকানা।

চইলা গেলা কোন অজানায়

আমায় নিলানা আ....

পথে পইরা কান্দি আমি

নাই যে ঠিকানা।

জীবন আমার, যাইবো কেমনে.এ....

জীবন আমার,যাইবো কেমনে

একটুও ভা বোনি.....

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী।

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী।

পৃথিবীতে যার মা বেঁচে আছে

সেই সব চেয়ে সুখী। তাই সময়

থাকতে মায়ের সেবা করুন সবাই

Track

অনাদরে কাটে মাগো

আমার এ জীবন......

ভাগ্য দোষে রইলো বাবা

দূরেতে এখন।

অনাদরে কাটে মাগো

আমার এ জীবন....

ভাগ্য দোষে রইলো বাবা

দূরেতে এখন।

তুমিও নাই, বাবাও না..ই....

তুমিও নাই, বাবাও নাই।

দুঃখী আমি এমনি ই ....

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী।

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী।

মাগো, তোমার মতো লয়না কেহ

আমায় বুকে টানি......

আঁচল দিয়ে,মুছেনা কেউ....

আঁচল দিয়ে, মুছেনা কেউ

আমার চোখের পানি ই ...

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী।

হায়রে মা জননী আমার

হায়রে মা জননী।

Like Plz

Lebih Daripada Kanak Chapa

Lihat semualogo

Anda Mungkin Suka